Cyclone Michaung: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ল্যান্ডফল সোমবারই, রাজ্যে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?

Dec 03, 2023, 14:48 PM IST
1/7

ঘূর্ণিঝড়ে বাংলায় দুর্যোগ?

Cyclone Michaung

সন্দীপ প্রামাণিক: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সেই ঘূর্ণিঝড় এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোসাগরে অবস্থান করছে। চেন্নাই থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।   

2/7

ঘূর্ণিঝড়ে বাংলায় দুর্যোগ?

Cyclone Michaung

৪ তারিখ সকাল নাগাদ ঘূ্র্ণিঝড়টি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে পৌঁছাবে। ৫ তারিখ সকালের দিকে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।   

3/7

ঘূর্ণিঝড়ে বাংলায় দুর্যোগ?

Cyclone Michaung

এই ঘূর্ণিঝড়ের দক্ষিণবঙ্গে খুব একটা বেশি প্রভাব নেই। শুধু ঘূর্ণিঝড়ের প্রভাবে ৫ তারিখ নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সমুদ্র উপকূল অবস্থিত জেলাগুলিতে।   

4/7

ঘূর্ণিঝড়ে বাংলায় দুর্যোগ?

Cyclone Michaung

ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

5/7

ঘূর্ণিঝড়ে বাংলায় দুর্যোগ?

Cyclone Michaung

৬ এবং ৭ তারিখ দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব থাকবে। বিশেষ করে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

6/7

ঘূর্ণিঝড়ে বাংলায় দুর্যোগ?

Cyclone Michaung

আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রায় তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের জন্য দিনের তাপমাত্রা ৭ তারিখ নাগাদ আবার কমবে।   

7/7

ঘূর্ণিঝড়ে বাংলায় দুর্যোগ?

Cyclone Michaung

আগামী ২-৩ দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকার পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব নেই।