DA Protest: সিঙ্গল বেঞ্চের রায় বহাল, নবান্ন বাস টার্মিনালে ধরনা সংগ্রামী যৌথ মঞ্চের
Dec 23, 2023, 11:56 AM IST
1/5
বিকেল ৪ টে পর্যন্ত ধরনা
অয়ন ঘোষাল: নবান্ন বাস টার্মিনালে আজ বিকেল ৪টে পর্যন্ত ধরনা সংগ্রামী যৌথ মঞ্চের
2/5
সিঙ্গল বেঞ্চের রায় বহাল
সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, নবান্ন বাস টার্মিনালে ধর্ণা কর্মসূচি পালন করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে রবিবারের বদলে তা শেষ করতে হবে আজ বিকেল ৪টে। এই রায়কে নৈতিক জয় হিসেবে দেখছেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
photos
TRENDING NOW
3/5
কী বললেন তিনি?
জি ২৪ ঘন্টা কে তিনি জানান, রাজ্য নানাভাবে হাইকোর্ট কে বোঝানোর চেষ্টা করেছিল এখানে অবস্থান করলে ১৪৪ ধারা লঙ্ঘন হচ্ছে। মানুষের অসুবিধা হচ্ছে ইত্যাদি। সেই যুক্তি গুলো আদালতে ধোপে টেকেনি।
4/5
দুটি মেগা ইভেন্ট কলকাতায়
ডিভিশন বেঞ্চ তাদের অনুরোধ জানিয়েছিলেন, রবিবার টেট পরীক্ষা এবং লক্ষ কণ্ঠে গীতা পাঠের মতো দুটি মেগা ইভেন্ট রয়েছে কলকাতায়। পাশাপাশি রবিবার ক্রিস্টমাস ইভ। প্রচুর মানুষ সেদিন শহরের নানা প্রান্তে অনেক বেশি সংখ্যায় নামবেন।
5/5
শনিবার বিকেল পর্যন্ত কর্মসূচি
এই সমবেত পরিস্থিতির কথা বিবেচনা করে কর্মসূচি একদিন কমিয়ে আনা যায় কিনা, তা বিবেচনা করার প্রস্তাবে সাড়া দিয়ে তারা শনিবার বিকেল পর্যন্ত কর্মসূচি পালন করে এই জায়গা খালি করে দেবেন।