৩০ থেকে সোজা ৩ শতাংশে নেমে এসেছে সংক্রমণ বৃদ্ধির হার, সুখবর শোনালো স্বাস্থ্য মন্ত্রক

Jul 15, 2020, 13:13 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মার্চ মাসে ৩১ শতাংশ ছিল দৈনিক করোনা সংক্রমণের বৃদ্ধির হার। কিন্তু ১২ জুলাই সেই হার কমে দাড়িয়েছে ৩.২৪ শতাংশে। এমনই স্বস্তির খবর মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সারা বিশ্বে জনসংখ্যার বিচারে দ্বিতীয় ভারত। সাংবাদিক সম্মোলনে স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ আধিকারিক রাজেশ ভূষন জানিয়েছেন, নতুন করে করোনা আক্রান্ত বৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী।  

2/5

তিনি এ-ও বলেছেন, "মার্চ মাসে দৈনিক আক্রান্ত হওয়ার হার ছিল ৩১.২৮ শতাংশ। মে মাসের শুরুতে এই হার কমে হয়েছিল ৯ শতাংশ এবং শেষে ৪.৮২ শতাংশ। জুলাই মাসের ১২ তারিখে দৈনিক বৃদ্ধির হার ৩.২৪ শতাংশ।"

3/5

শুধুমাত্র আক্রান্তের সংখ্যার দিকে না তাকিয়ে দৈনিক আক্রান্ত বৃদ্ধির হারের এই হ্রাসের দিকটাও গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন রাজেশ ভূষন।

4/5

মঙ্গলবার একদিনে  প্রায় ২৪ হাজার ৫০০ জন আক্রান্ত হওয়ার ফলে ৯ লক্ষ ছাড়িয়েছিল দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা।

5/5

দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৯ লক্ষ ৩৬ হাজার ১৮১। তার মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৩ লক্ষ ১৯ হাজার ৮৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৯২ হাজার ৩২ জন। মোট প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ৩০৯ জন।