খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, তবে জানেন কীভাবে পুজো দিতে পারবেন?

Jun 13, 2020, 09:35 AM IST
1/4

লকডাউনের পর শনিবার সাধারণের জন্য খুলল দক্ষিণেশ্বর মন্দির। সকাল সাত টায় মন্দির খোলে। তার আগে বৃষ্টি উপেক্ষা করে মন্দির চত্বরে হাজির হন পুণ্যার্থীরা।

2/4

৭৬ দিনের মাথায় খুলল মন্দির। তবে বেশ কিছু সুরক্ষাবিধি পার করেই ভিতরে ঢুকতে পারবেন পুণ্যার্থীরা। স্কাই ওয়াক দিয়ে প্রবেশের পূর্বে এক দফায় পুণ্যার্থীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে।

3/4

এরপর মন্দির চত্বরে প্রবেশের পর ফের একবার তাপমান মাপা হবে। তা ৯৮.৬ ডিগ্রির বেশি হলে দর্শনার্থীকে ফিরিয়ে দেওয়া হবে। যদি তাপমাত্রা স্বাভাবিক হয় তাহলে নির্দিষ্ট সুরক্ষা বলয় পার করে স্যানিটাইজ টানেলের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে।

4/4

 এরপর নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে কোন রকম ফুল ছাড়া মায়ের গর্ভগৃহের বাইরে থেকে পুজো দেওয়া যাবে। তাছাড়া প্রত্যেকের মুখে মাস্ক আবশ্যক।  নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী জোড় বিজোড় নিয়ম মেনে ডালা অর্কিড ও স্কাইওয়াকের দোকান গুলি খোলা হয়।