1/7
নোটবন্দির সময়ের পর থেকেই মানুষের দৈনন্দিন জীবনে ATM কার্ড, E-wallet এর গুরুত্ব বেড়েছে
2/7
করোনা পরিস্থিতিতে Cash Less Transaction
photos
TRENDING NOW
3/7
দৈনন্দিন জীবনে ATM কার্ড কাজে লাগে
4/7
Withdraw Notes কর্নার থেকে নেওয়ার সময় অবশ্যই সেই ATM এর Withdraw Slip পাবেন, সেটি সংগ্রহ করে রাখুন
5/7
Withdraw টাকা এক্সচেঞ্জ করার জন্য আপনাকে ব্যাঙ্ক সাহায্য করবে
6/7
ATM থেকে পাওয়া নষ্ট হয়ে যাওয়া টাকা এক্সচেঞ্জ করার জন্য ব্যাঙ্কে একটি ফর্ম ফিলআপ করতে হবে
7/7
১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ব্যাঙ্কের তরফ থেকে দেওয়া হবে
SBI এর তরফে জানান হয় ATM Card বা ATM থেকে পাওয়া নষ্ট হয়ে যাওয়া টাকা এক্সচেঞ্জ সংক্রান্ত বিষয়ে online এ Website এ গিয়েও বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা। বিস্তারিত জানতে https://crcf.sbi.co.in/ccf এই সাইটে Banking এবং Cash রিলেটেড ক্যাটাগরি সংক্রান্ত খবর জানা যাবে। RBI এর নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের কোনও নিয়ম অনুযায়ী, যদি ব্যাঙ্কের employee এর ফলে গ্রাহকের ATM সংক্রান্ত কোনও ক্ষতি হয়, তাহলে ১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ব্যাঙ্কের তরফ থেকে দেওয়া হবে।
photos