নিজস্ব প্রতিবেদন : পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সেই আনন্দ-ই বদলে গিয়েছে বিভীষিকায়।
2/11
সাক্ষাৎ মৃত্যুকে যেন কাছ থেকে দেখেছেন! ভয়াবহ সেই অভিজ্ঞতার ছাপ চোখেমুখে স্পষ্ট।
photos
TRENDING NOW
3/11
পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে কোনওক্রমে পাহাড় থেকে প্রাণে বেঁচে ফিরছেন ৭ শিশু সহ ২২ জনের উত্তরপাড়ার একটি পর্যটক দল।
4/11
উত্তরবঙ্গের ডুয়ার্স হয়ে লাভা থেকে রিশপ যাওয়ার পথে ধসে আটকে পড়েছিল উত্তরপাড়ার পর্যটক দলটি। শেষমেশ প্রশাসনের সাহায্যে উদ্ধার পেলেন তাঁরা।
5/11
গত ১৫ তারিখ উত্তরপাড়া থেকে বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে ডুয়ার্সে ঘুরতে গিয়েছিলেন উত্তরপাড়ার পুরসভার কর্মী সঞ্জিত দাস। ডুয়ার্স, লাভা হয়ে রিশপ যাওয়ার পথে তাঁরা প্রকৃতিক বিপর্যয়ের মুখে পড়েন।
6/11
তাঁদের সামনেই একের পর এক রাস্তায় ধস নামে। ধস নামতেই পাহাড়ি রাস্তা ভেঙে চুরমার হয়ে যায়। আটকে পড়ে গাড়ি।
7/11
কোনওরকমে গাড়ি চালক ফোন করে গাড়ি মালিককে খবর দেন। কিন্তু এরপর মোবাইল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
8/11
এই পরিস্থিতিতে রিশপের আগে নমাল মোড়ের কাছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে থাকার একটা ব্যবস্থা হয়। শেষে অনেক চেষ্টার পর উত্তরপাড়ায় পর্যটকদের পরিবার খবর পায়।
9/11
এরপরই উত্তরপাড়া পুরসভার পুর প্রশাসক দিলীপ যাদবের উদ্যোগে কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হুগলি জেলা প্রশাসন। শুরু হয় উদ্ধারপ্রক্রিয়া।
10/11
অবশেষে তাঁরা লাটাগুড়িতে একটি হোটেলে ফিরেছেন। এবার বাড়ি ফেরার অপেক্ষা।
11/11
সঞ্জিত দাসের কথায়,'সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম।'