মাঝ রাতে পুড়ে খাক কাগজের কারখানা, নিয়ন্ত্রণে আনল দমকলের ১০ ইঞ্জিন

Jul 21, 2020, 11:30 AM IST
1/5

রণয় তিওয়ারি: মধ্যরাতে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। অবশেষে দমকলের ১০ টি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।

2/5

সোমবার ঘড়ির কাঁটায় রাত ১ টা নাগাদ আগুন লাগে নারকেলডাঙা মেন রোডে একটি পিচবোর্ডের কারখানায়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পুরো কারখানা জুড়ে।  

3/5

কারখানার পিছনে একটি বাড়ি ছিল। সেখানেও ছড়িয়ে পড়ে আগুন। কোনও ভাবে প্রাণ হাতে নিয়ে বাঁচেন সে বাড়ির সদস্যরা। 

4/5

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। তারপর ঘন্টা দেড়েকের চেষ্টায় বাগে আসে আগুন। এখনই জানা যায়নি আগুন লাগার কারণ। ফরেন্সিক আধিকারিকরা ঘটনাস্থল পরীক্ষা করলে তারপরই মিলতে পারে আগুনের উৎস।  

5/5

যদিও বাড়ির সদস্যদের অভিযোগ, আগুন কেউ ইচ্ছা করে ধরিয়ে দিয়েছে। তবে গভীর রাতে এই আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। একে করোনার দাপট, তীব্র শঙ্কায় শহরবাসী। তার মধ্যে এই ঘটনায় বাড়তি ভয় বাসা বেঁধেছিল।