হ্যাটট্রিক, বিশ্বরেকর্ড! টি-টোয়েন্টি ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে বিরাট এগোলেন চাহার

| Nov 11, 2019, 17:53 PM IST
1/5

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন ভারতীয় পেসার দীপক চাহার৷  

2/5

রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন দীপক চাহার। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় (পুরুষ) হিসেবে হ্যাটট্রিক করে নজির গড়েন তিনি। চাহারের আগে ভারতের মহিলা ক্রিকেট দলের একতা বিস্ত দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেন।

3/5

 নাগপুরে মাত্র ৩.২ ওভার বল করে ৭ রান দিয়ে ৬টি উইকেট নেন দীপক৷ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সেরা বোলিং পারফরম্যান্স৷ শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসকে পিছনে ফেলে দেন তিনি।  

4/5

রবিবারের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ ওপরে উঠে এলেন দীপক চাহার।  

5/5

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৪২ নম্বরে রয়েছেন চাহার৷