Deepika-Ranveer: সাদা-কালো বিকিনিতে ছবি পোস্ট দীপিকার, বিশেষ পরামর্শ রণবীরের...

Deepika Padukone-Ranveer Singh: কিছুদিন আগেই ঝড়ের গতিতে ছড়িয়েছিল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণের বিচ্ছেদের খবর। শোনা গিয়েছিল সংসারে ভাঙন দেখা দিয়েছে। তবে এর মাঝেই ভাইরাল হয়ে যায় তাঁদের একসঙ্গে ঘুরতে যাওয়ার ভিডিয়ো। সাম্প্রতিক সময়েও বারংবার ফ্রেমবন্দি হতে দেখা গেছে তাঁদের।

| Jul 31, 2023, 21:01 PM IST
1/7

দীপিকা-রণবীরের খুনসুটি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।  

2/7

দীপিকা-রণবীরের খুনসুটি

সম্প্রতি একসঙ্গেই তাঁরা গিয়েছিলেন রণবীরের নয়া ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দেখতে।  

3/7

দীপিকা-রণবীরের খুনসুটি

এমনকী এই সিনেমার জনপ্রিয় গান ঝুমকায় রিল বানাতেও দেখা যায় তারকা দম্পতিকে।  

4/7

দীপিকা-রণবীরের খুনসুটি

সোমবার বিকেলে সাদা কালো বিকিনি পরে একটি ছবি পোস্ট করেন দীপিকা। ক্যাপশনে লেখেন, কিছুদিন আগের সেই ছবি, তবে বেশিদিন আগের না।  

5/7

দীপিকা-রণবীরের খুনসুটি

দীপিকার ছবি দেখে ফিদা রণবীর সিং। লিখলেন, ‘এরকম ছবির আগে সতর্কতা জারি করা ভালো’।  

6/7

দীপিকা-রণবীরের খুনসুটি

কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল তাঁদের বিচ্ছেদের খবর। কিন্তু সেই সব খবর যে মিথ্যে তার প্রমাণ বারংবার দিয়েছে এই দম্পতি।  

7/7

দীপিকা-রণবীরের খুনসুটি

এবার নেটপাড়ায় তাঁদের খুনসুটি থেকেই নিশ্চিত যে সবটাই গুজব।