মিলিটারি পুলিসে জওয়ান হিসেবে মহিলাদের নিয়োগের ঐতিহাসিক সিদ্ধান্ত সীতারমনের

Jan 18, 2019, 21:44 PM IST
1/8

দেশের সেনাবাহিনীতে মহিলাদের অন্তর্ভূক্তির পথে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন নির্মলা সীতারমন। সেনাবাহিনীতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে মিলিটারি পুলিসে মহিলা নিয়োগের ঘোষণা করলেন দেশের মহিলা প্রতিরক্ষামন্ত্রী।         

2/8

মিলিটারি পুলিসের ধাপে ধাপে নিয়োগ করা হবে মহিলা পুলিসকে। মিলিটারি পুলিস কর্পসে মোট ২০ শতাংশ মহিলা নিয়োগ হবে বলে জানিয়েছেন সীতারমন। 

3/8

সেনাকে সহযোগিতা করা ছাড়াও ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনাগুলির তদন্ত করবেন মিলিটারি পুলিসের নারী বাহিনী। 

4/8

কোথাও উদ্ধারকাজ চালাতে, সাধারণ পুলিসকে সহযোগিতা করতেও কাজে লাগানো হবে মহিলা মিলিটারি পুলিসকে।

5/8

২০১৮ সালের শুরুতেই মিলিটারি পুলিসে মহিলা নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেছিলেন, মহিলাদের কমব্যাটে নেওয়ার আগে মিলিটারি পুলিসে নিয়োগ করা হবে। 

6/8

৮০০জন মহিলা পুলিস নিয়োগের পরিকল্পনা নিয়েছে সেনা। প্রতিবছর ৫২জন করে নিয়োগ করা হবে। 

7/8

বর্তমানে মেডিক্যাল, আইন, শিক্ষা, সিগন্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে সেনায় চাকরির সুযোগ পান মহিলারা।   

8/8

যুদ্ধের সময় সেনার প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো, যুদ্ধবন্দিদের পর্যবেক্ষণে রাখা ও সাধারণ মানুষকে উদ্ধার করার মতো কাজ করে থাকে মিলিটারি পুলিস। রাজ্যসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে জানান, বর্তমানে সেনাবাহিনীর মোট সদস্যের মধ্যে ৩.৮০ শতাংশ মহিলা। বায়ুসেনা ও নৌবাহিনীতে মহিলাদের উপস্থিতি যথাক্রমে   ১৩.০৯% ও ৬%।