শীতের আগেই এমন অবস্থা! বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, তালিকায় আছে কলকাতাও

Oct 16, 2019, 16:46 PM IST
1/5

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

এখনও শীত আসেনি। তার আগেই দিল্লি বায়ুদূষণে জেরবার। বিশ্বের সব থেকে দূষিত শহর হিসাবে এক নম্বরে রয়েছে দেশের রাজধানী।  

2/5

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

AirVisual.com নামক একটি সংস্থা জানিয়েছে, দিল্লির বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছে। তাও এখনও শীতকাল আসেনি। তার আগেই এমন অবস্থা দিল্লির। 

3/5

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

গত কয়েক বছর ধরে শীতকাল এলেই দিল্লির বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছে। কিন্তু এবার শীতকালের আগেই দিল্লির বেহাল দশা। বিশ্বের দ্বিতীয় দূষিত শহর লাহোর। জানিয়েছে সেই সংস্থা। 

4/5

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

বিশ্বের দশটি দূষিত শহরের তালিকায় কলকাতায় রয়েছে পাঁচ নম্বরে। পাকিস্তানের করাচি রয়েছে আট নম্বরে। 

5/5

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

দিল্লিতে মাত্রাতিরিক্তি বায়ুদূষণ

মঙ্গলবারের হিসেব অনুযায়ী, দিল্লির বাতাসে পার্টিকুলেট ম্যাটার PM 10 এবং PM 2.5-এর উপস্থিতি ছিল বিপদ সীমার থেকে প্রায় দ্বিগুণ বেশি। এই অবস্থায় দিল্লির প্রশাসন রাস্তায় ভ্যাকুইম ক্লিনিং শুরু করেছে। বেশ কিছু জায়গায় জল দিয়ে রাস্তা ধোয়ার কাজও শুরু হয়েছে।