গম্ভীর-সমস্যা, গৌতির নামে পরোয়ানা জারি করল দিল্লি আদালত

| Dec 19, 2018, 19:37 PM IST
1/6

গম্ভীরের নামে পরোয়ানা জারি

1

দিনকয়েক হল তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এরই মধ্যে মহাফাঁপড়ে গৌতম গম্ভীর। এবার তাঁর নামে পরোয়ানা জারি করল দিল্লির সাকেত আদালত। 

2/6

গম্ভীরের নামে পরোয়ানা জারি

2

দিল্লির একটি রিয়াল এস্টেট সংস্থা রুদ্র বিল্ডওয়েল প্রাইভেট লিমিটেড-এর ব্র্যান্ড আম্বাসাডর ছিলেন গৌতি। 

3/6

গম্ভীরের নামে পরোয়ানা জারি

3

সেই সংস্থার বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক তছরুপির অভিযোগ উঠেছে। দিল্লি ও সংলগ্ন এলাকায় কয়েকটি প্রোজেক্টে কাজ চলছিল তাদের। কিন্তু এই সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি টাকা তছরুপির অভিযোগ উঠেছে। 

4/6

গম্ভীরের নামে পরোয়ানা জারি

4

সংস্থার সঙ্গে নাম জড়িয়ে থাকায় এর আগেও গম্ভীরের প্রসঙ্গ আদালতে উঠেছিল। কিন্তু সেবার গম্ভীর বলেছিলেন, তিনি নেহাতই সেই সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর। ক্রেতাদের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না। সেবারের মতো ছাড়া মিললেও এবার ফেঁসে গেলেন গম্ভীর। 

5/6

গম্ভীরের নামে পরোয়ানা জারি

5

এই মামলায় গম্ভীরকে একাধিকবার হাজিরা দিতে বলা হয়েছিল আদালতের পক্ষ থেকে। কিন্তু তিনি বারবার হাজিরার অনুপস্থিত ছিলেন। শেষমেশ তাঁর নামে পরোয়ানা জারি হল। 

6/6

গম্ভীরের নামে পরোয়ানা জারি

6

রুদ্রা নামক সংস্থাটি টাকা নেওয়ার পর সময়মতো ফ্ল্যাট হস্তান্তর করতে পারেননি ক্রেতাদের। ফলে তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ইন্দিরাপুরমে একটি প্রোজেক্টের কাজ সময়মতো শেষ হয়নি। তার পরই সংস্থাটির নামে প্রতারণার অভিযোগ দায়ের হয়।