অক্টোবর থেকেই রাজধানীর যানবাহনের জন্য বাধ্যতামূলক হচ্ছে 'হাই সিকিউরিটি নম্বর প্লেট'

Sep 28, 2020, 16:06 PM IST
1/5

অক্টোবরের ১ তারিখ থেকে রাজধানীর যানবাহনের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হাই সিকিউরিটি নম্বার প্লেট ও কালার কোডেড ফুয়েল প্লেট। এর জন্যে রেজিস্ট্রেশন শুরু করেছে দিল্লির পরিবহণ দফতর।

2/5

নতুন নম্বর প্লেট দেখে সহজেই প্রাইভেট ও পাবলিক গাড়ি চিনে নেওয়া যাবে। পাশাপাশি, কালার কোডেড ফুয়েল প্লেট দেখে চেনা যাবে গাড়িটি- পেট্রোল, ডিজেল, সিএনজি নাকি বিদ্যুত-কোন ধরনের জ্বালানীতে চলছে।

3/5

গাড়ির ক্ষেত্রে চারচাকা, স্কুটার, মোটর সাইকেল, অটোর নম্বর প্লেট আলাদা রকম হবে।

4/5

হাই সিকিউরিয়টি নম্বর প্লেটের জন্য রেজিস্ট্রেশন করতে হবে bookmyhsrp.com/index.aspx সাইটে গিয়ে।

5/5

দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের এপ্রিলের আগে কোনও গাড়ি দিল্লিতে রেজিস্ট্রি হলে হাই সিকিউরিটি নম্বর প্লেট ও কালার কোডেড ফুয়েল প্লেট লাগাতেই হবে।