নেতারা-ও ফেল! ৪৮ ডিগ্রি পারদ ছুঁয়ে ইতিহাস গড়ল রাজধানী

Jun 10, 2019, 19:13 PM IST
1/7

নেতাদের কচকচালিতে এমনিতেই সর-গরম রাজধানী। আজ তা সব ছাপিয়ে থাবা বসালো প্রকৃতি। ‘আকাশ ছুঁল’ রাজধানীর তাপমাত্রা।

2/7

আজ, ৪৮ ডিগ্রিতে পৌঁছল রাজধানীর উষ্ণতা। যা সর্বকালীন রেকর্ড বলে মনে করা হচ্ছে।

3/7

জুন-জুলাইয়ে এমনিতে এ সময় তাপপ্রবাহে দগ্ধ হয় উত্তর ভারত। কিন্তু এ দিনের উষ্ণতা সব কিছু রেকর্ড ছাপিয়ে গেল।

4/7

স্কাইমেটের অফিসিয়াল টুইটারে এ খবর জানিয়ে বলা হয়েছে, এটাই রাজধানীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা।

5/7

রাজস্থানে ৪৮ ডিগ্রির উপর তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। 

6/7

উল্লেখ্য, এক সপ্তাহ আগে এক রিপোর্টে বিশ্বের ১৫টি উষ্ণতম দেশগুলির মধ্যে ভারত-ও জায়গা করে নেয়।

7/7

২০১৬ সালে রাজস্থানের ফালোদিতে তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি। যা ভারতের সর্বকালীন রেকর্ড তাপমাত্রা হিসাবে গণ্য করা হয়েছে।