ভারতে দ্বিতীয় ঢেউয়ের কারণ ডেল্টা প্রজাতি, টিকা নেওয়ার পরও ঘটছে সংক্রমণ

Jun 04, 2021, 18:36 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণ প্রকাশ্যে আনল জিনোমিক কনসর্টিয়া এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল। তারা রিপোর্টে উল্লেখ করেছে, করোনার ‘মারাত্মক সংক্রমক’ ‘ডেল্টা’ প্রজাতি। তাঁর জন্যই এই ভয়াবহতা তৈরি হয়েছে। 

2/6

গত অক্টোবরই এই প্রজাতির হদিশ মিলেছিল। ডেল্টা প্রজাতি অর্থাৎ বি.১.৬১৭.২ কেই চিন্থিত করা হয়েছে ‘মারাত্মক সংক্রমক’ হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে পাওয়া এই করোনার নাম রেখেছে ‘ডেল্টা’।

3/6

ব্রিটেনে পাওয়া প্রজাতিটির নাম  ‘আলফা'। যার তুলনায় ভারতীয় প্রজাতি ৫০ শতাংশ বেশি সংক্রামক। জিনোম সিকোয়েন্সিং করে দেখা গিয়েছে ভারতে ১২ হাজার ২০০-রও প্রজাতি রয়েছে।

4/6

ডেল্টা প্রজাতি দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা এবং তেলঙ্গানায় বেশি দাপট দেখিয়েছে। টিকা নেওয়ার পর  ডেল্টা প্রজাতিতে সংক্রমণ হওয়ার ঘটনা সামনে এসেছে।  আলফার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে ডেল্টা কতটা শক্তিশালী।

5/6

ডেল্টা সংক্রমণে মৃত্যুর পরিসংখ্যানের হার কত তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে নির্দিষ্ট কোনও প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। 

6/6

২৯ হাজার নমুনা নিয়ে সমীক্ষা করা হয়। যার মধ্যে  ৮ হাজার ৯০০টি নমুনায় পাওয়া গিয়েছে বি ১.৬১৭।