National Anthem Row: বদলের বাংলাদেশে এবার ব্রাত্য রবীন্দ্রনাথও? জাতীয় সংগীত আর নয় 'আমার সোনার বাংলা'!

National Anthem Row in Bangladesh: বাংলাদেশে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, তারা রবীন্দ্রনাথের 'আমার সোনার বাংলা'কে তাদের দেশের জাতীয় সংগীত হিসেবে মেনে নিতে রাজি নয়। কেন?

| Sep 07, 2024, 13:52 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, তারা রবীন্দ্রনাথের 'আমার সোনার বাংলা'কে তাদের দেশের জাতীয় সংগীত হিসেবে মেনে নিতে রাজি নয়। প্রথম-প্রথম বিষয়টা কানে খুব আশ্চর্য ঠেকছিল। এমনটা আবার সত্যিই হতে পারে নাকি?

1/6

হাসিনা উৎখাত

হাসিনা উৎখাতের পরে সবটাই যেন সম্ভব মনে হচ্ছে।

2/6

ইতিহাসের সত্য

যাঁরা বদলের পক্ষে তাঁরা বলছেন, বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করলেও এটি বাংলাদেশের ইতিহাসের সমস্ত সত্যকে সম্পূর্ণ ভাবে প্রতিফলিত করতে সক্ষম হয়নি।

3/6

বাংলাদেশি ইসলামিস্টস

এই কথাটা মূলত বলছেন বাংলাদেশের ইসলামিস্টেরা। হাসিনা-পরবর্তী অন্তর্বর্তী-সরকারের আমলে এই সুর আরও বেশি শোনা যাচ্ছে।

4/6

মুহাম্মদ ইউনূসের আমলে

মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের একটা বড় অংশ এই বদল আকাঙ্ক্ষা করছে।

5/6

বাংলাদেশের গান কি?

'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' রবীন্দ্রনাথরচিত গানটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরে সেদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হলেও গানটির সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন যতটা দৃঢ়, ততটা কি বাংলাদেশের সঙ্গেও? উঠছে প্রশ্ন। তাঁরা বলছেন, এ গানটি বাংলাদেশের জাতীয় পরিচয়ের পুরোপুরি প্রতিনিধিত্ব করতে পারে না।

6/6

'সালাম সালাম হাজার সালাম'

তা হলে কোন গান? তাঁরা চাইছেন 'সালাম সালাম হাজার সালাম' গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হোক। 'সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে' গানটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশ একাধিক আন্দোলন ও অর্জনের সঙ্গে অন্বিত গানটি।