থালা হাতে পথে বসে বিক্ষোভ বেসরকারি বাস চালক, কনডাক্টরদের

Jul 01, 2020, 13:35 PM IST
1/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

বেসরকারি বাস নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার  মালিকদের রাস্তায় বাস নামাতে বলেছেন।  

2/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

 মুখ্যমন্ত্রীর সেই ডাকে সাড়া না দিয়ে এবার অভিনব প্রতিবাদে সামিল হলেন শহরের প্রায় পাঁচটি রুটের বাসচালক থেকে কর্মচারী।

3/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

বুধবার ২২১, ২০২, ২১৯, ৩সি/১, রাজচন্দ্রপুর করুণাময়ী, নাগেরবাজার হাওড়া মিনির বাসচালক কর্মচারী হাতে থালা নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ জানাতে থাকে।

4/4

ছবি- সৌমেন ভট্টাচার্য

তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, তারা রাস্তায় বসা ছাড়া তাদের কোন উপায় নেই। ছেলেমেয়ের মুখে অন্ন তুলে দিতে পারছেন না। মালিকেরা তাদের তিন মাস দেখেছে। এখন মালিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। প্রসঙ্গত, বুধবারই দমদম পার্কে টাকার অভাবে আত্মঘাতী হন এক বাসচালক।