Weather Update: সাগরে তৈরি হল নিম্নচাপ, বৃষ্টিতে ভিজবে বাংলার এই ৯ জেলা, উধাও হবে শীত!

Dec 16, 2024, 20:59 PM IST
1/6

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সেই আগামী ২ দিনেই জানান দেবে তার কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। আপাতত জানা যাচ্ছে সেটি তামিলনাডু উপকূলের দিকে এগবে। এর প্রভাবে দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও শীতের দাপট কমবে।

2/6

এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস হল শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

3/6

রাজ্যের ৬ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার এবং রবিবার আবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।

4/6

5/6

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই সকালের দিকে। আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে ঘন কুয়াশা সতর্কবার্তা। আগামিকাল ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা তে। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

6/6

আগামী ২ দিন তাপমাত্রা বাড়বে উত্তর এবং দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতে। আগামী দু'দিনে ২-৪ সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলাতে। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা।