Kolkata Doctor Rape And Murder Case: নির্যাতিতার আত্মা নেমে এসে দিচ্ছে ঘটনার ভয়ংকর বর্ণনা! 'রাতের কুহেলি'র লুকোনো রহস্য...
R G Kar Doctor Death: দেশ জুড়ে অভয়া বা তিলোত্তমার প্রতি ঘটা অন্যায়ের বিচার চেয়ে মানুষ নিজের মতো করে প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন, রাত দখল করেছেন। প্রতিটি মানুষ ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পেয়েছেন তরুণী ডাক্তারের এই পরিণতিতে। কিন্তু এরই মধ্যে ঘটেছে অন্য একটা ঘটনাও। কী ঘটনা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর গত কয়েকমাস ধরেই জনজীবনে ভীষণ 'ইন' একটা ব্যাপার। এর জন্য সিবিআই তদন্ত তো চলছেই। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ-আন্দোলনও চলছিল। অবস্থান উঠলেও তাঁদের দাবি থেকে তাঁরা সরে আসেননি। এদিকে দেশ জুড়ে অভয়া বা তিলোত্তমার প্রতি ঘটা অন্যায়ের বিচার চেয়ে মানুষ নিজের মতো করে প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন, রাত দখল করেছেন। প্রতিটি মানুষ ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পেয়েছেন তরুণী ডাক্তারের এই পরিণতিতে। কিন্তু এরই মধ্যে ঘটেছে অন্য একটা ঘটনাও।
1/6
'রাতের কুহেলি'
!['রাতের কুহেলি'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/23/493590-sup-1.png)
2/6
'অভয়া'র আত্মা
!['অভয়া'র আত্মা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/23/493589-sup-2.png)
photos
TRENDING NOW
3/6
আপন হাতে বিচার
![আপন হাতে বিচার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/23/493588-sup-3.png)
কী বলছেন এসে নির্যাতিতার আত্মা? সংশ্লিষ্ট লোকজনের দাবি, তিনি নাকি সেই দুর্ভাগ্যজনক রাতের ভয়ংকর ঘটনার অনুপুঙ্খ বর্ণনা দিচ্ছেন। বলছেন, ঠিক কী ঘটেছিল, বলছেন, তিনি নিজেই নাকি এসে তাঁর প্রতি ঘটা অবিচারের প্রতিবিধান করবেন, শাস্তি দেবেন প্রকৃত অপরাধীদের। একে-একে মারবেন এর সঙ্গে জড়িতদের। কী ভাবে মারবেন? অ্যাক্সিডেন্টের মাধ্যমে? আত্মঘাতী ঘটনার মাধ্যমে?
4/6
নির্যাতিতার প্রতি অন্যায়
![নির্যাতিতার প্রতি অন্যায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/23/493587-sup-4.png)
5/6
কেন অজানায়?
![কেন অজানায়?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/23/493586-sup-5.png)
6/6
'বুজরুকি'তে ইতি
!['বুজরুকি'তে ইতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/23/493585-sup-6.png)
'ডিটেকটিভ অফ সুপারন্যাচারালসে'র আরও দাবি, উক্ত চ্যানেলের ওইসব 'বুজরুকি'মূলক কাজকর্মে ইতি টানতে, এই গোয়েন্দারা যেন তাঁদের মুখোশ খুলে দেন। তাঁরা যেন বিষয়টিতে নামেন-- এই মর্মে অনেকেই তাঁদের অনুরোধ করছেন। তবে 'ডিটেকটিভ অফ সুপারন্যাচারালসে'র তরফে দেবরাজ সান্যালের বক্তব্য, সেটা তাঁরা করতেই পারেন, বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা করা যেতেই পারে, তবে সেজন্য অভয়ার ক্রাইম সিনের অ্যাকসেস পেতে হবে তাঁদের, পাশাপাশি, তাঁরা এটা নিয়ে যে সেশন করবেন সেখানে যেন নির্যাতিতার বাবা-মা উপস্থিত থাকেন। সকলের মতো 'ডিটেকটিভ অফ সুপারন্যাচারালস'ও জাস্টিস ফর আরজি কর চান, চান নির্যাতিতার প্রতি ঘটা অন্যায়-অবিচারের কিনারা হোক!
photos