Dev at Globe Cinema: ২০ বছর পর খুলল গ্লোব সিনেমা, প্রথমদিন কাউন্টারে নিজের হাতে 'টেক্কা'র টিকিট বিক্রি করলেন দেব...

Tekka Advance Booking: শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী সিনেমাহল গ্লোব সিনেমা। ২০০৪ সালে বন্ধ হয়ে যায় সেই হল। শেষ শো ছিল টাইটানিকের। এবার বাংলা সিনেমার হাত ধরে ২০ বছর পর চেনা ছন্দে আবারও ফিরল গ্লোব সিনেমা। 

| Oct 06, 2024, 20:35 PM IST
1/6

বছর ২০ পরে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্লোব সিনেমা কলকাতার অন্যতম পুরনো ঐতিহ্যবাহী একটি সিনেমাহল। ২০০৪ সালে বন্ধ হয়ে যায় সেই হল। রবিবার ২০ বছর পর চেনা ছন্দে আবারও ফিরল গ্লোব সিনেমা।   

2/6

বছর ২০ পরে...

সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কার হাত ধরেই শুরু হবে গ্লোবের নতুন পথচলা। এক সময়ে যে সিনেমা হলে শুধুই বিদেশি ছবি চলত, সেই প্রেক্ষাগৃহ ফিরল বাংলা ছবি দিয়ে।  

3/6

বছর ২০ পরে...

রবিবার গ্লোবে পা রেখে দেব বললেন, এটাই আমাদের প্যান্ডেল আর এই স্ক্রিনই আমাদের প্রতিমা।   

4/6

বছর ২০ পরে...

এদিন টিকিট কাউন্টার থেকে নিজ হাতেই টেক্কার টিকিট বিক্রি করলেন দেব ও সৃজিত।   

5/6

বছর ২০ পরে...

শুধু গ্লোব নয়, আগামীদিনে  ১০০টি প্রেক্ষাগৃহ খুলতে চান পরিবেশক ও হলমালিক শতদীপ সাহা ও তাঁর বাবা রতন সাহা। সেই তালিকায় রয়েছে ইলোরা, মিত্রা, দর্পণা, রূপবাণী, রাধা সহ একাধিক।  

6/6

বছর ২০ পরে...

তবে এই পুজোয় শুধু টেক্কা নয়, একই সঙ্গে গ্লোবে চলবে বহুরূপী ও শাস্ত্রীও।