বিশ্বজুড়ে বিস্ময় ছড়ানো মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

| Oct 21, 2018, 11:33 AM IST
1/8

মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

1

একটা সময় বিশ্বজুড়ে বিস্ময় ছড়িয়েছে তাঁর বাঁ পা। তাঁর পায়ের জাদু দেখে মুগ্ধ হতেন ভক্তরা। কোটি কোটি মানুষ মাঠে এসেছেন শুধু বল পায়ে তাঁর স্কিল, টেকনিক-এর ঝলক দেখবেন বলে। সেই দিয়েগো মারাদোনার মুগ্ধতা ছড়ানো দুই পায়ের অবস্থা এখন খারাপ। 

2/8

মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

2

দীর্ঘদিন ধরেই অস্ট্রিও অার্থারাইটিসে ভুগছিলেন মারাদোনা। পায়ের গাঁটে গাঁটে প্রচণ্ড ব্যথা নিয়ে বারবার ডাক্তারের কাছে ছুটতে হচ্ছিল তাঁকে। এখন বাঁতের ব্যথা চরম পর্যায়ে পৌঁছেছে। পা ফুটে উঠেছে অস্বাভাবিকরকম।

3/8

মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

3

অবস্থা এতটাই খারাপ যে আর্জেন্টাইন কিংবদন্তির হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। চিকিত্সকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মারাদোনার পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন। অবশ্য মারাদোনা এখনও অস্ত্রোপচারের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেননি।

4/8

মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

4

মারাদোনার পায়ের চিকিত্সা করছেন অর্থোপেডিক সার্জন জার্মান ওচোয়া। তিনি জানিয়েছেন, দিয়েগোর হাঁটুতে কোনো কার্টিলেজ বাকি নেই। বাতের ব্যথা চূড়ান্ত পর্যায় পৌঁছেছে। যার জন্য প্রচণ্ড কষ্টে রয়েছেন তিনি।

5/8

মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

5

এক সময় মাঠে দাপিয়ে বেড়ানো মারাদোনা এখন ভাল করে হাঁটতেও পারছেন না। গত কয়েক মাসে অবস্থা আরও খারাপ হয়েছে। 

6/8

মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

6

কিছুদিন আগেই মেক্সিকোর সেকেন্ড টিয়ার টিম ডোরাডাস ডি সিনালোয়ায় কোচ হিসাবে যুক্ত দায়িত্ব পেয়েছেন মারাদোনা। বিপুল অর্থের বিনিময়ে সেখানে কোচিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। 

7/8

মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

7

জানা গিয়েছে, মারাদোনার পায়ের হাড়গুলো একটার সঙ্গে আরেকটা ঘষা খাচ্ছে। ফলে ফেলে রাখলে তাঁর পায়ের অবস্থা আরও খারাপ হতে পারে।

8/8

মারাদোনার সেই পা নিয়ে এখন চরম উদ্বেগ

8

মারাদোনা এখন প্রায় হাঁটতে পারছেন বললেও ভুল বলা হবে না। দুই পায়েই সমস্যা নিয়ে কার্যত প্রচণ্ড উদ্বেগে রয়েছেন বিশ্বকাপজয়ী তারকা।