Diesel Price in WB: বড়খবর! রাজ্যের এই জেলাগুলোতে সেঞ্চুরি হাঁকালো ডিজেল

মধ্যবিত্তের হেঁশেলে টান পড়ার আশঙ্কা

Apr 05, 2022, 15:02 PM IST
1/6

ফের দাম বেড়েছে জ্বালানির

Diesel Price in WB 1

নিজস্ব প্রতিবেদন: সোমবার রাতে ফের দাম বেড়েছে জ্বালানির (Fuel Price Hike)। পেট্রলের দাম বেড়েছে লিটারে ৮৩ পয়সা এবং ডিজেলের লিটারে  ৮০ পয়সা।

2/6

১৫ দিনে ১৩বার জ্বালানির দাম বেড়েছে

Diesel Price in WB 2

এনিয়ে ১৫ দিনে ১৩বার জ্বালানির দাম বেড়েছে (Fuel Price Hike)। এ রাজ্যে মঙ্গলবার সকাল থেকে কার্যকর হয়েছে জ্বালানির নয়া দাম। 

3/6

কলকাতায় জ্বালানির দাম?

Diesel Price in WB 3

কলকাতায় পেট্রলের নতুন দাম হয়েছে লিটার প্রতি ১১৪ টাকা ২৮ পয়সা। আর ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৯৯ টাকা ০২ পয়সা। তবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় একশোর গণ্ডি টপকে গিয়েছে ডিজেলের দাম। 

4/6

ঝাড়গ্রামে লিটার প্রতি ডিজেলের দাম?

Diesel Price in WB 4

ঝাড়গ্রামে এক লিটার ডিজেলের দাম ১০০.০৮ টাকা (Diesel Price in WB)।

5/6

আলিপুরদুয়ারে লিটার প্রতি ডিজেলের দাম?

Diesel Price in WB 5

আলিপুরদুয়ারে সেঞ্চুরি হাঁকাল ডিজেল (Diesel Price in WB)৷ ওই জেলায় লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ১৪ পয়সা ৷ ডিজেলে গাড়ি চালকরা চরম ক্ষুব্ধ। কেউ বলছেন, ভাড়া না বাড়ালে গাড়ি রাস্তায় নামানো সম্ভব নয় ৷ তেলের ডিলাররা বলছেন, দাম বাড়ায় বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ ৷

6/6

কোচবিহারে লিটার প্রতি ডিজেলের দাম?

Diesel Price in WB 6

কোচবিহারে লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ৫ পয়সা। ডিজেলের দাম বাড়ায় সমস্ত পণ্যের দামবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ফলে মধ্যবিত্তের হেঁশেলে টান পড়ার সম্ভাবনা থাকছে।