Diwali Lamps: এবার দীপাবলিতে ঘরে জ্বালুন আলাদিনের আশ্চর্য প্রদীপ, জলপ্রদীপ! মিলছে বাজারেই...

এক শিল্পী বলেন, জলপাইগুড়ি শহরবাসী সাধারণত একটু শৌখিন হন, এখানে নতুন ধরনের রংদার মাটির প্রদীপের চাহিদা রয়েছে। তাই এখানে বারবার ছুটে আসি এই ধরনের প্রদীপ বেচতে।

| Oct 18, 2022, 12:40 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই আলোর উৎসব দীপাবলি। সেই উৎসবে মেতে উঠবে দেশবাসী, রাজ্যবাসী। আলোর রোশনাইয়ে সেজে উঠবে গ্রাম-শহর-নগর। সর্বত্র ঘরে ঘরে জ্বলবে প্রদীপ ও বৈদ্যুতিক আলো।

1/6

দীপাবলির আগে

তেলের প্রদীপের পাশাপাশিই এবছর এসেছে 'ম্যাজিক প্রদীপ'। দীপাবলির আগে জলপাইগুড়ির বাজারে বাজারে এসেছে এই ম্যাজিক প্রদীপ। উৎসবের মরশুমে ঊর্ধ্বমুখী তেলের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দাম বেড়েছে প্রদীপের, তেলের, টুনি লাইটেরও। পকেটে টান পড়েছে আমজনতার। সেই প্রেক্ষিতে এই নতুন ধরনের প্রদীপ নিশ্চয়ই জনগণের পক্ষে সুবিধাজনক হবে।  ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস

2/6

জলে জ্বলবে প্রদীপ

অর্থাৎ, এই দীপাবলিতে তেলে নয়, জলে জ্বলবে প্রদীপ। শুনতে  আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব। আলোর উৎসবে এবছরের বিশেষ আকর্ষণ এই আশ্চর্য প্রদীপ।  ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস

3/6

ধূপগুড়ি বাজারেও

অন্যান্য জায়গার মতো ধূপগুড়ি বাজারেও বৈদ্যুতিক সামগ্রীর দোকানে মিলছে এই ম্যাজিক প্রদীপ। আলাদিনের আচার্য প্রদীপ না হলেও এই ম্যাজিক প্রদীপের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস

4/6

আলোয় আলো

অনেকেই মনে করছেন এই প্রদীপের ব্যবহার যথেষ্ট লাভজনকও হবে। তেল খরচ নেই, একবার কিনতে পারলেই বহুদিন পর্যন্ত শুধুমাত্র জল ঢেলে প্রদীপ জ্বালানো যাবে। মাত্র ৪০-৫০টাকায় বাজারে মিলছে এই ম্যাজিক প্রদীপ। ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস

5/6

ম্যাজিক প্রদীপ

যে কোনও নতুন জিনিসের চাহিদা বাজারে এমনিতেই বেশি থাকে। এই ম্যাজিক প্রদীপের চাহিদাও এবার যথেষ্ট। পাশাপাশি জলপাইগুড়ির একটু শৌখিন মানুষের দিকে তাকিয়ে জলপাইগুড়ির বাজারে এ বছর নানা রকমের শৌখিন প্রদীপ বিক্রি করছেন নবদ্বীপের শিল্পীরা। যা কেনাকাটায় ভিড় করছেন সাধারণ মানুষজন। ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস

6/6

মাটির রকমারি প্রদীপ

নবদ্বীপের মাটির রকমারি প্রদীপ মিলছে ১০ টাকা থেকে ২০০ টাকায়। নানা রঙের নবদ্বীপের মাটির প্রদীপে বাজার জমে গিয়েছে। এক শিল্পী দুলাল পাল বলেন, জলপাইগুড়ি শহরবাসী একটু শৌখিন, এখানে এই ধরনের মাটির প্রদীপের চাহিদা রয়েছে। তাই এখানে বারবার ছুটে আসি এই ধরনের প্রদীপ বেচতে। ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস