Diwali Lamps: এবার দীপাবলিতে ঘরে জ্বালুন আলাদিনের আশ্চর্য প্রদীপ, জলপ্রদীপ! মিলছে বাজারেই...
এক শিল্পী বলেন, জলপাইগুড়ি শহরবাসী সাধারণত একটু শৌখিন হন, এখানে নতুন ধরনের রংদার মাটির প্রদীপের চাহিদা রয়েছে। তাই এখানে বারবার ছুটে আসি এই ধরনের প্রদীপ বেচতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই আলোর উৎসব দীপাবলি। সেই উৎসবে মেতে উঠবে দেশবাসী, রাজ্যবাসী। আলোর রোশনাইয়ে সেজে উঠবে গ্রাম-শহর-নগর। সর্বত্র ঘরে ঘরে জ্বলবে প্রদীপ ও বৈদ্যুতিক আলো।
1/6
দীপাবলির আগে
তেলের প্রদীপের পাশাপাশিই এবছর এসেছে 'ম্যাজিক প্রদীপ'। দীপাবলির আগে জলপাইগুড়ির বাজারে বাজারে এসেছে এই ম্যাজিক প্রদীপ। উৎসবের মরশুমে ঊর্ধ্বমুখী তেলের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দাম বেড়েছে প্রদীপের, তেলের, টুনি লাইটেরও। পকেটে টান পড়েছে আমজনতার। সেই প্রেক্ষিতে এই নতুন ধরনের প্রদীপ নিশ্চয়ই জনগণের পক্ষে সুবিধাজনক হবে। ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস
2/6
জলে জ্বলবে প্রদীপ
photos
TRENDING NOW
3/6
ধূপগুড়ি বাজারেও
4/6
আলোয় আলো
5/6
ম্যাজিক প্রদীপ
6/6
মাটির রকমারি প্রদীপ
photos