জাতীয় পতাকা নিয়ে বেরিয়ে ঠিক করেছে আরএসএস, মমতাকে পাল্টা দিলীপের

Feb 18, 2019, 18:32 PM IST
1/5

পুলওয়ামাকাণ্ডের সুযোগ নিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আরএসএস-বিজেপি-ভিএইচপি। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,''বাংলায় এত শান্তিপ্রিয় জায়গা। গত দুদিন ধরে রাত ১২-১টায় জাতীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়ছে আরএসএস, ভিএইচপি ও বিজেপি। এগুলি সাম্প্রদায়িক সংগঠন। রাতে আতঙ্ক তৈরি করছে। বেহালা, বনগাঁয় এমন কিছু ঘটেছে। শ্রীরামপুরে একটি জলসায় হামলা করা হয়েছে''।

2/5

মমতার হুঁশিয়ারি, এই সুযোগে দাঙ্গা লাগানোর চেষ্টা করলে দেশ ছাড়বে না। বনগাঁয় গিয়ে একজনের বাড়িতে হামলা করেছে। পুলিস নাকি কোনও পদক্ষেপ করেনি। পুলিসকে নির্দেশ দিচ্ছি, ডিসি, এসপি, ডিজি থেকে কনস্টেবল, দাঙ্গায় মদত দেওয়া যাবে না। দাঙ্গা চোখে দেখেও চুপচাপ থাকা যাবে না। এসব সহ্য করব না। কঠিন পদক্ষেপ নিন। দাঙ্গা রুখবই। 

3/5

তার পাল্টা জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়,''জাতি যখন সঙ্কটে তখন এক হয়ে লড়াই করতে হবে। দেশপ্রেমের জোয়ারে ভাসছেন সকলে, আবেগের ঝড় উঠেছে। আরএসএসের লোকেরা জাতীয়তাবাদী। তাঁরা জাতীয় পতাকা নিয়ে বেরোবেন এটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক করেছে বেরিয়েছে। আমাদের চাপে ওনারা রাস্তায় নামছেন। এটা দেশভক্তির চাপ''।

4/5

বসিরহাট, কালিয়াচক ও ধুলাগড়ের প্রসঙ্গ তুলে দিলীপ বলেন,''ধুলাগড়, কালিয়াচক, বসিরহাট, বাদুড়িয়ার দাঙ্গার দায় কার? কোথায় ছিল প্রশাসন? কে দায়ী ছিল? কতজনকে সাজা দিয়েছেন? রাজ্যে বোমার কারখানা পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানোর জমি দিচ্ছেন না। পশ্চিমবঙ্গকে বিপন্ন করে তুলেছেন''। 

5/5

দিলীপের খোঁচা, দেশপ্রেমের জন্য অস্বস্তিতে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।