পঞ্চায়েত ভোটের আগে আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল! তীব্র কটাক্ষ দিলীপের
Feb 05, 2023, 09:21 AM IST
1/5
তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
মনোজ মণ্ডল: বাসন্তীর ঘটনায় বিস্ফোরক দিলীপ ঘোষ। তীব্র তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে। দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূলের নিজেদের লোকেদের উপর কোনও কন্ট্রোল নেই। এতদিন ধরে যারা গুন্ডামি করে এসেছে তাদের উপর দলের কোনও নিয়ন্ত্রণ নেই।'
2/5
তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
তোপ দাগেন, 'পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, সারা রাজ্য জুড়ে এই ধরনের বোমাবাজির ঘটনা বাড়তে থাকছে, তার ফলে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। পাশাপাশি, তীব্র কটাক্ষে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।'
3/5
তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিরোধীরা মনোনয়ন দিতে না পারলে তার সঙ্গে যোগাযোগ করতে। দিলীপ ঘোষ বলেন, 'ওসব মুখে অনেক কথা-ই বলা যায়। এতদিন ধরে দলীয় কর্মীদের উপর কোনরকম নিয়ন্ত্রণ ছিল না তাই এখন গিয়ে বুথে বুথে বসতে হচ্ছে। এই ধরনের মন্তব্য করতে হচ্ছে।'
4/5
তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
পাশাপাশি, এদিন দিলীপ ঘোষ মুখ খোলেন কেন্দ্রের টাকা আটকে দেওয়ার প্রসঙ্গেও। বলেন, 'যে টাকাগুলি এতদিন ধরে দেওয়া হয়েছে, সেই টাকা-ই তো ঠিক করে খরচ করতে পারেনি। তার হিসেব দিতে পারেনি। টাকা নিলে তার হিসেব দিতে হবে।'
5/5
তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
প্রসঙ্গত, শনিবার দিলীপ ঘোষ অমর্ত্য সেন ও বিশ্বভারতীর মধ্যে জমিজট প্রসঙ্গে বিস্ফোরক প্রতিক্রিয়া দেন। গতকাল দিলীপ ঘোষ দাবি করেন, 'আমিই প্রথম বলেছিলাম অমর্ত্য সেন নোবেলজয়ী নন। অমর্ত্য সেন এই প্রথম স্বীকার করলেন তিনি নোবেলজয়ী নন। আমিই প্রথম এই কথা বলেছিলাম যে উনি নোবেলজয়ী নন।'