'মুখ্যমন্ত্রীর কথা শুনে হাসছে সবাই!' কটাক্ষ দিলীপের

Feb 23, 2019, 17:32 PM IST
1/7

মুখ্যমন্ত্রীর তারকেশ্বের সভার ভাষণকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

2/7

তিনি বলেন, " মুখ্যমন্ত্রীর ভাষন শুনেছেন ? রাস্তায় লোকেরাও  ওই ভাষায় কথা বলে না।'

3/7

" আগে বিহারকে দেখে সারা দেশ হাসত ।  এখন বাংলাকে দেখে সারা দেশ হাসে' বলেও কটাক্ষ করেন  দিলীপ ঘোষ।

4/7

শুক্রবার তারকেশ্বরে সভায় গিয়ে এবছর আলুর উত্পাদন বেশি হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।

5/7

এরপরই তারকেশ্বরের মঞ্চ থেকে রাজ্যবাসীকে "বেশি করে আলু খাওয়ার' পরামর্শ দেন  মমতা বন্দ্যোপাধ্যায়। 

6/7

 তিনি বলেন,"আলু সেদ্ধ, আলু ভাজা, আলুকাবলি ও আলুর দম খান। আলু দিয়ে মাছের ঝোলও খেতে ভাল লাগে।''

7/7

তাঁর কথায়, "বেশি করে আলু খেলে বেশি আলু বিক্রি হবে।''