বনধ সফল করার জন্য তৃণমূলকে কৃতিত্ব দিলেন দিলীপ ঘোষ
Sep 26, 2018, 21:47 PM IST
1/7
বিজেপির বনধ
তৃণমূল সহযোগিতা না করলে বনধ এতটা সফল হত না, বুধবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
2/7
বিজেপির বনধ
কেন হঠাত্ এমনটা বলতে গেলেন বিজেপির সভাপতি? তাঁর ব্যাখ্যা, বনধ ব্যর্থ করতে কয়েকদিন ধরে মিছিল করেছে তৃণমূল, এতে উত্তেজনা আরও বেড়েছে। তাতে আখেরে সফল হয়ে গিয়েছে বনধ। এজন্য সাধুবাদপ্রাপ্য তৃণমূলের।
photos
TRENDING NOW
3/7
বিজেপির বনধ
বিজেপির ডাকা বনধে এভাবে দিলীপের তৃণমূলকে কৃতিত্ব দেওয়া নিয়ে ইতিমধ্যেই দলে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। প্রশ্ন উঠছে, তাহলে কি তাঁর দলের নেতাকর্মীরা কষ্ট করে রাস্তায় নামলেন, তাঁদের কৃতিত্ব নেই? বিরোধী দলের রাজ্য সভাপতির মুখে এহেন কথা শুনে তাই অনেকেই বিস্মিত হয়েছেন।
4/7
বিজেপির বনধ
বনধকে সফল করতে বিজেপির বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে। তা খণ্ডন করে বিজেপির রাজ্য সভাপতি বলেন,''সরকারের হিংসাত্মক কার্যকলাপ বন্ধের জন্য বনধকে হাতিয়ার করেছি। তৃণমূল বিজেপি কর্মীদের উপরে হামলা করেছে পাল্টা অভিযোগ করেছেন দিলীপবাবু''।
5/7
বিজেপির বনধ
বনধ সফল দাবি করে দিলীপ ঘোষ বলেন,''কলকাতায় ৯৫% লোককে আগেরদিন আনে হাজিরা দেখাতে চেয়েছিল সরকার। কিন্তু দেখেনি ৯৫% দোকানপাটই বন্ধ ছিল''।
6/7
বিজেপির বনধ
এদিন বনধ সফল করতে বাইক নিয়ে রাস্তায় নেমে পড়েন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। কর্মীর বাইকে চেপে রাস্তায় নামেন মুকুল রায়ও।
7/7
বিজেপির বনধ
রাজ্যের বিভিন্নপ্রান্তেই বিজেপির কর্মীদের মিছিল করতে দেখা গিয়েছে। বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।