অঞ্জন রায় : সেনার ছাড়পত্র আগেই মিলেছিল। কিন্তু পুলিসের অনুমতি প্রথমে না মেলায় জট দেখা দিয়েছিল। পরে পুলিসের অনুমতিও মিলেছে। আর পুলিসের অনুমতি মিলতেই বিজেপি শিবিরে শুরু হয়ে গিয়েছে তৎপরতা।
2/5
১ মার্চ শহিদ মিনারে CAA, NRC-র সমর্থনে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভায় উপস্থিত থাকবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
photos
TRENDING NOW
3/5
কলকাতা সহ আশপাশের জেলা থেকে মানুষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় আসবেন। ১ মার্চ শহিদ মিনারে এক লাখ লোকের সমাবেশ হবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।
4/5
দিলীপ ঘোষ জানিয়েছেন, চট দিয়ে ঘিরে দেওয়া হবে সভাস্থল। সভায় বক্স ব্যবহার করা হবে। তবে সবটাই হবে আদালতের নিয়ম মেনে।
5/5
একইসঙ্গে দিলীপ ঘোষ এদিন ভুবনেশ্বরে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে স্বাগত জানান। বলেন, "দেরিতে হলেও বুদ্ধির উদয় হয়েছে। এটা বাংলার পক্ষে ভাল।"