'বেহালায় স্কুটারে চড়ে ওনাকে রাজনীতি করতে দেখেছি', শোভনের 'প্রশংসায় পঞ্চমুখ' দিলীপ

Aug 26, 2020, 22:30 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : "শোভনদা বিজেপিতেই আছেন। খুব তাড়াতাড়ি যোগ দেবেন দলীয় কর্মসূচিতে।" স্পষ্ট জানালেন দিলীপ ঘোষ। 

2/5

এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, "ওনার কিছু বক্তব্য ছিল। সেকথা কেন্দ্রীয় নেতাদের বলার ছিল। সেই কথা হয়েছে।" 

3/5

এদিন শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা যায় দিলীপ ঘোষকে। বলেন, "ওনাকে আমি বেহালায় স্কুটারে চড়ে রাজনীতি করতে দেখেছি।" 

4/5

এরপরই তিনি জানান, "খুব শিগগিরই শোভনদা দলের সব কর্মসূচিতে যোগ দেবেন। এতে বিজেপি আরও শক্তিশালী হবে।"

5/5

প্রসঙ্গত, সোমবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি যান বিজেপি নেতা অরবিন্দ মেনন। দীর্ঘ আড়াই ঘণ্টার উপর দুপক্ষের মধ্যে বৈঠক হয়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ জল্পনা ছড়ায়।