প্রধানমন্ত্রীকে তো ডাকলে পাওয়া যায় না, কম সে কম সভাপতি এসেছেন: দিলীপ
Oct 01, 2019, 19:33 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের পর প্রথমবার রাজ্যে পা রাখলেন অমিত শাহ। কিন্তু প্রধানমন্ত্রী আর আসেননি। সে নিয়ে খানিকটা খেদ প্রকাশ করে দলের সভাপতি দিলীপ ঘোষ বলেন,''প্রধানমন্ত্রীকে তো ডাকলে পাওয়া যায় না।''
2/5
লোকসভা ভোটের প্রচারে রাজ্যে একের পর এক সভা করেছেন নরেন্দ্র মোদী। কোনও প্রধানমন্ত্রী এতবার পশ্চিমবঙ্গে আসেননি। ১৭টি সভা করেছেন মোদী। বিরোধীরাও কটাক্ষ করে বলছিল, ডেলিপ্যাসেঞ্জার প্রধানমন্ত্রী।
photos
TRENDING NOW
3/5
ভোটপ্রচারে ১৭টি সভা করলেও তারপর থেকে আর বাংলায় আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নেতাজি ইন্ডোরে জনজাগরণ সভায় অমিত শাহের সামনেই রাজ্য সভাপতির আক্ষেপ, আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। প্রধানমন্ত্রীকে তো ডাকলে পাওয়া যায় না। কম সে কম সভাপতিকে ডেকে অভিনন্দন জানাই।
4/5
দিলীপ বলেন,''অমিতভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিন তালাক বিল পাশ করেছেন। কাশ্মীর থেকে প্রত্যাহার করেছেন ৩৭০ অনুচ্ছেদ। এই করতে করতে ৩ মাস কেটে গিয়েছে। তবে আমাদের সৌভাগ্য উনি পুজোর সময় এসেছেন।''
5/5
লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ২৩টি আসনের টার্গেট করেছিল বিজেপি। কিন্তু তারা পেয়েছে ১৮টি আসন।