CO-Win পোর্টালে বিভ্রাট, মুখ থুবড়ে পড়েছে vaccination প্রক্রিয়া

Mar 02, 2021, 13:07 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ফের CO-Win পোর্টলে বিভ্রাট। টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যাচ্ছে না। এখনও পর্যন্ত পাওয়া খবরে টানা ৪৫ মিনিট ধরে বন্ধ রয়েছে CO-Win। সার্বিকভাবে সমস্যার মুখে পড়েছে গোটা টিকাকরণ প্রক্রিয়া। 

2/6

 যাদের আজ টিকা নেওয়ার কথা ছিল তাঁদের বুকিং-য়ের যাবতীয় তথ্যের জেরক্স জমা রেখে, কোনও রকমে টিকাকরণ প্রক্রিয়া চালানো হচ্ছে। 

3/6

এই সমস্যা যে নতুন এমনটা নয়। এর আগে বহুবার এই অ্যাপে সমস্যা দেখা দিয়েছিল। প্রসঙ্গত, গতকাল ষাটোর্ধ ও শর্ত সাপেক্ষে ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়ার পক্রিয়া শুরু হয়েছে।

4/6

আজ বহুজনের প্রথম ডোজ অথবা দ্বিতীয় ডোজ নেওয়ার কথা রয়েছে। প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য আজ ৯০ টি ভ্যাকসিন কেন্দ্র চালু হয়েছিল। সেখানের কাজও থেমে গিয়েছে।

5/6

আজ ৯৯৮ ভ্যাকসিন কেন্দ্র খোলার কথা  ছিল। কিন্তু সেই কাজ সম্পূর্ণ ভবে ব্যহত হয়েছে।   

6/6