1/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/29/303868-d-priya-finaal.jpg)
প্রতিদিন সন্ধে সাড়ে ছটা বাজলেই টেলিভিনের সামনে বসে পড়েন দর্শক। 'করুণাময়ী রানী রাসমণি' দেখার জন্য দর্শকদের আগ্রহ যে একেবারে সপ্তমে চড়ে থাকে, শোয়ের টিআরপি থেকেই তা বেশ স্পষ্ট। রানিমা হোক বা মথুর কিংবা ছোট গিন্নি বা গদাই ঠাকুর, রাসমণিতে মজে থাকেন আপামর দর্শক। এবার পর্দার রানিমাকে দেখা গেল এক্কেবারে অন্যরকম লুকে। শ্যুটিং থেকে সময় বের করে বেড়াতে গেলেন দিতিপ্রিয়া রায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই সেই ছবি শেয়ার করেন অভিনেত্রী
photos
TRENDING NOW
photos