Divorce: ডিভোর্স পেতে আর ৬ মাস অপেক্ষা নয়! যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
কিছু শর্ত অবশ্যই থাকছে। কী কী? কী সেই শর্ত? বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, এএস ওকা, বিক্রম নাথ এবং জে কে মহেশ্বরী- ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সেই বিষয়ে বিশদে ব্যাখ্যা দিয়েছে।
1/6
আর ৬ মাস অপেক্ষা নয়, ডিভোর্সের নয়া নিয়ম!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিভোর্স মামলায় যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। ডিভোর্স পেতে আর ৬ মাস অপেক্ষার দরকার নেই। ঐতিহাসিক রায়ে জানাল শীর্ষ আদালত। হিন্দু বিবাহ আইনে বিবাহ বিচ্ছেদের আবেদনের পর থেকে ৬ মাস অপেক্ষার জন্য সময়সীমা দেওয়া হয়েছে। কিন্তু এবার সুপ্রিম কোর্ট জানাল, শর্তসাপেক্ষে ওই সময় আর মানার দরকার নেই।
2/6
আর ৬ মাস অপেক্ষা নয়, ডিভোর্সের নয়া নিয়ম!
দেশে সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ জানাল, যে বিয়েতে সম্পর্ক জোড়া লাগার অবকাশ নেই, সেখানে তৎক্ষণাৎ ডিভোর্স মঞ্জুর করতে পারে শীর্ষ আদালত। পরিস্থিতি বিচার করে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ মেনে বিবাহ বিচ্ছেদে দ্রুত সায় দিতে পারে আদালত। বিশেষ বিশেষ ক্ষেত্রে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ৬ মাসের বাধ্যতামূলক অপেক্ষার মেয়াদ বাতিল করা যেতে পারে।
photos
TRENDING NOW
3/6
আর ৬ মাস অপেক্ষা নয়, ডিভোর্সের নয়া নিয়ম!
কিন্তু, হ্যাঁ, কিছু শর্ত অবশ্যই থাকছে। কী কী? কী সেই শর্ত? বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, এএস ওকা, বিক্রম নাথ এবং জে কে মহেশ্বরী- ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ, যেক্ষেত্রে কোনও বৈবাহিক সম্পর্কে অপূরণীয় ভাঙনের পরিস্থিতি তৈরি হবে, বৈবাহিক সম্পর্কে জোড়া লাগার আর কোনও অবকাশ থাকবে না, সেখানেই এই বিশেষ নিয়ম প্রযোজ্য হবে।
4/6
আর ৬ মাস অপেক্ষা নয়, ডিভোর্সের নয়া নিয়ম!
তবে এক্ষেত্রেও উভয় তরফের সম্মতি প্রয়োজন। পারস্পরিক সম্মতিক্রমে হতে হবে ডিভোর্সটি। এছাড়া রক্ষণাবেক্ষণ, ভরণপোষণ এবং শিশুদের অধিকারের মতো বিষয়গুলি নিয়েও বিশেষ ভাবনচিন্তার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, হিন্দু বিবাহ আইনের ১৩-বি ধারায় বিবাহবিচ্ছেদ বা ডিভোর্সের ক্ষেত্রে ৬ মাস বাধ্যতামূলক 'সেপারেশন পিরিয়ড' মেনে চলার কথা বলা হয়েছে।
5/6
আর ৬ মাস অপেক্ষা নয়, ডিভোর্সের নয়া নিয়ম!
6/6
আর ৬ মাস অপেক্ষা নয়, ডিভোর্সের নয়া নিয়ম!
photos