দীপাবলিতে রাজকীয় সাজে সইফ-করিনা, বাবাকে ছাড়াই মাযের সঙ্গে আলোর উতসবে সারা

| Oct 28, 2019, 10:49 AM IST
1/9

দীপাবলিতে রাজকীয় পোশাকে সাজেন করিনা কাপুর খান। সিঁথিতে চওড়া করে সিঁদুর পরে, কালচে নীল রঙের লেহঙ্গায় সেজে সইফ আলি খান এবং তৈমুরের সঙ্গে হাজির হন করিনা কাপুর খান। সইফ-করিনার দীপাবলির সাজের ছবি প্রকাশ্য়ে আসতেই তা হু হু করে ছড়িয়ে পড়ে। অন্য়দিকে সইফ যখন করিনা এবং তৈমুরকে নিযে ব্য়স্ত সেই সময় নবাবের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং তাঁর দুই সন্তানকে নিযে দীপাবলি পালন করেন। সারা এবং ইব্রাহিমকে নিয়েই কাটে অমৃতা সিংয়ের দীপাবলির উতসব।

2/9

পতৌদির নবাব-বেগম যখন একসঙ্গে 

3/9

ছেলে তৈমুরকে নিয়ে সইফ-করিনা 

4/9

দীপাবলিতে রাজকীয় পোশাকে করিনা কাপুর খান 

5/9

মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম খানের সঙ্গে আলোর উতসব পালন করেন বলিউড অভিনেত্রী সারা আলি খান 

6/9

আলোর উতসবে সারা 

7/9

দীপাবলিতে সইফ আলি খান এবং করিনা কাপুর খানের সঙ্গে দেখা করতে আসেন সারা আলি খান এবং ইব্রাহিম খান 

8/9

আলোর উতসবে লাল রঙের পোশাকে সাজেন অমৃতা সিং এবং সারা আলি খান

9/9

একদিকে করিনা এবং তৈমুরকে নিযে ব্য়স্ত সইফ, মা অমৃতার সঙ্গে একান্তে দীপাবলি কাটালেন সারা আলি খান