আপনি কি আপনার সন্তানের সঙ্গে অন্য কারুর তুলনা করেন? প্রভাব পড়বে তার মনে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Aug 28, 2021, 17:20 PM IST
1/7

সন্তান বড় করা একটা চ্যালেঞ্জের বিষয়

Raising children is a challenge

নিজস্ব সাংবাদদাতা: সন্তান বড় করা একটা চ্যালেঞ্জের বিষয়, তবে সন্তানকে মানুষ করতে গিয়ে তাঁর উপর কিছু চাপিয়ে দেবেন না।     

2/7

অনেকেই নিজেদের না পূরণ করতে পাওয়া স্বপ্ন তাঁদের সন্তানদের উপর চাপিয়ে দেন

Many people impose their dreams on their children

অনেকেই নিজেদের না পূরণ করতে পাওয়া স্বপ্ন তাঁদের সন্তানদের উপর চাপিয়ে দেন। এটি অনেক শিশুদের উপরই প্রভাব ফেলে।  এই কারণে সন্তান ও বাবা-মায়েদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে।  

3/7

সন্তানের পছন্দকে গুরুত্ব দিন

Give importance to the child's choice

সন্তানের পছন্দকে গুরুত্ব দিন। ছেলে-মেয়েদের উপর বাবা মায়েরা অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করেন, যা তাঁদের পক্ষে খুবই ক্ষতিকর। 

4/7

প্রতিটি মানুষের চাহিদা আলাদা, তার চাওয়া পাওয়াও আলাদা

Every person's needs are different, his needs are also different

 প্রতিটি মানুষের চাহিদা আলাদা, তার চাওয়া পাওয়াও আলাদা। কোন কাজটা করতে আপনার সন্তান সবচেয়ে বেশি ভালোবাসে, সেদিকে লক্ষ্য রাখুন। 

5/7

পাশের বাড়ির ছেলে বা মেয়ের সঙ্গে কোনওভাবেই নিজের সন্তানের তুলনা করবেন না

Do not compare your child in any way with the boy or girl next door

পাশের বাড়ির ছেলে বা মেয়ের সঙ্গে কোনওভাবেই নিজের সন্তানের তুলনা করবেন না। এর ফলে আপনার সন্তানের মনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হতে পারে যা আপনার ও সন্তানের মধ্যে  দূরত্ব তৈরি করতে পারে। 

6/7

ভাল ছেলে মেয়েদের সঙ্গে তুলনা করবেন না

Do not compare with good boys and girls

বাবা-মায়েরা মনে করেন, ভাল ছেলে মেয়েদের সঙ্গে তুলনা করলে তখন তাঁদের সন্তানের মধ্যেও ভালো কিছু করার তাগিদ তৈরি হবে। কিন্তু এই ধারণা একেবারেই ভ্রান্ত বলে মত বিশেষজ্ঞদের। 

7/7

প্রত্যেক শিশুই তাদের নিজস্ব দক্ষতা, আগ্রহ ও পরিবেশের মাধ্যমে নতুন জিনিস করতে সক্ষম

Every child is able to do new things through their own skills, interests and environment

প্রত্যেক শিশুই তাদের নিজস্ব দক্ষতা, আগ্রহ ও পরিবেশের মাধ্যমে নতুন জিনিস করতে সক্ষম। প্রত্যেক শিশুর শারীরিক ও মানসিক ক্ষমতা এবং বড় হওয়ার পদ্ধতির মধ্যে পার্থক্য থাকে তাই বৃথা অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়।