নিয়মিত জন্মনিয়ন্ত্রক পিল খান? জেনে নিন এই তথ্যগুলো

Oct 06, 2018, 17:01 PM IST
1/7

নিয়মিত জন্মনিয়ন্ত্রক পিল খান?

1

বয়স যদি ৩৫-এর বেশি হয়। শরীরের ডায়াবেটিস বা স্থূলতার সমস্যা থাকলে জন্মনিয়ন্ত্রক পিল এড়িয়ে চলুন। পিলে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন থাকে। এই দুটি প্রাকৃতিক হরমোনের কাজ করে। এবং একসঙ্গে ডিম্বাশয় থেকে ডিম্বানু নিঃসরণে বাধা দেয়। তবে জন্মনিয়ন্ত্রক পিল খাওয়ার বেশি কিছু সমস্যাও রয়েছে।

2/7

নিয়মিত জন্মনিয়ন্ত্রক পিল খান?

2

যৌনতার জন্য সংক্রমিত কোনও রোগে পিল কাজ করে না। এই ধরণের পিল শুধুই জন্মনিয়ন্ত্রণ করে।

3/7

নিয়মিত জন্মনিয়ন্ত্রক পিল খান?

3

মাইগ্রেন বা সাইনাসের সমস্যা থাকলে জন্মনিয়ন্ত্রক পিল এড়িয়ে চলুন। না হলে সমস্যা বাড়তে পারে।

4/7

নিয়মিত জন্মনিয়ন্ত্রক পিল খান?

4

প্রথমবার পিল খাওয়া শুরু করলে দুটি ঋতুচক্রের মাঝে সামান্য পরিমাণে রক্তপাত হতে পারে। এতে চিন্তার তেমন কিছু নেই বলেই জানাচ্ছেন চিকিত্সকরা।

5/7

নিয়মিত জন্মনিয়ন্ত্রক পিল খান?

5

পিল খেলে চেহারা স্থূলতা আসে। বেশিরভাগ মহিলা এমনটাই মনে করেন। তবে পিল খাওয়ার সঙ্গে স্থূল হওয়ার তেমন কোনও সম্পর্ক নেই। স্থূলতা নির্ভর করে খাদ্যাভাস ও জীবন-যাপনের উপর।

6/7

নিয়মিত জন্মনিয়ন্ত্রক পিল খান?

6

পিল খেলে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে। অনেকে মনে করেন এমনটা। কিন্তু চিকিত্সকরা এই ধারণা ভ্রান্ত বলে দাবি করছেন।

7/7

নিয়মিত জন্মনিয়ন্ত্রক পিল খান?

7

পরিবারে কারও রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে পিল না খেলেই ভাল। তাছাড়া সবার শরীরের গঠন সমান নয়। জন্মনিয়ন্ত্রক পিল খেলে কারও কোনও সমস্যাই হয় না। কেউ আবার মহাফ্যাসাদে পড়েন! তাই এই ধরণের পিল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াই সব থেকে ভাল।