পাকিস্তানি বলে রাজনীতির মধ্যে টানবেন না, পদ্মশ্রী নিয়ে ফের মুখ খুললেন আদনান সামি

Feb 13, 2020, 15:25 PM IST
1/6

পদ্মশ্রী প্রাপকের তালিকায় আদনান সামির নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় বিতর্ক 

2/6

আদনান সামির বাবা কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াই করেছেন। সেই পাক সেনা আধিকারিকের ছেলেকে কেন পদ্মশ্রী দেওয়া হচ্ছে, তা নিয়ে তোলা হয় প্রশ্ন 

3/6

বিষয়টি নিয়ে ফের মুখ খুললেন আদনান সামি। তিনি বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে মাথা না ঘামিয়ে, ভবিষ্যতে কী হবে, সেটা নিয়ে ভাবাই ভাল। শুধু তাই নয়, আদনান আরও বলেন, তিনি একজন গায়ক। তাই একজন রাজনীতিবিদের কাছে রং দরবারি নিয়ে জানতে চাওয়া যেমন বিষয়, তেমনি তাঁকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা সেই একই রকমের একটি বিষয় বলেও মন্তব্য করেন এই গায়ক

4/6

সুর, তাল, গানের মাধ্যমে তিনি ভালবাসা ছড়িয়ে দিতে চান। যাঁরা আদনানকে পছন্দ করেন না, তাঁরা তাঁর গান শুনুন। তাহলেই সব ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেন পাক বংশোদ্ভূত এই গায়ক।

5/6

প্রসঙ্গত পাকিস্তানের ভিসা শেষ হয়ে যাওয়ার পর ভারতের কাছে নাগরিকত্বের আবেদন করেন আদনান সামি। এরপরই পাক বংশোদ্ভূত এই গায়ককে নাগরিকত্ব দেয় ভারত সরকার। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়

6/6

এবার পদ্মশ্রী পুরস্কারের তালিকায় আদনান সামির নাম ঘোষণা হওয়ার পর জোর জল্পনা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। কংগ্রেসও এর বিরোধিতা করতে শুরু করে। বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়াও আদনানের পদ্মশ্রী সম্মান পাওয়া নিয়ে বিরোধিতা করেন। তিনি বলেন, আদনানকে পদ্মশ্রী দেওয়া মানে, শহিদদের অপমান করা।