নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আপাতত জারি থাকবে বিক্ষিপ্ত বর্ষণ

Sep 07, 2019, 18:13 PM IST
1/5

ছত্তিশগড়ে অবস্থিত নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি সঙ্গে সক্রিয় মোসুমি বায়ু। 

2/5

ফলে শনিবার বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। ফলস্বরূপ দিনভর মাঝারি থেকে ভারি বর্ষণ চলেছে। 

3/5

আগামী ২৪ ঘণ্টা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। যার জেরে রবিবারও হালকা থেকে মাঝারি  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

4/5

পূর্বাভাস অনুযায়ী আগামিকালের পর থেকে কমবে বৃষ্টিপাতের মাত্রা। 

5/5

ইতিমধ্যেই উত্তর-পশ্চিমদিকে সরতে থাকবে নিম্নচাপ।