অনুদানের ৫০ হাজার টাকা বিনোদনে নয়, কীভাবে খরচ? বলে দিল হাইকোর্ট

Oct 16, 2020, 16:16 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের অনুদানের টাকা কীভাবে খরচ করতে হবে, তার নির্দেশ কলকাতা হাইকোর্ট।  

2/6

আদালতের নির্দেশ, সাব ডিভিশন অফিসারদের অনুদানের  ইউটিলাইজেশন সার্টিফিকেট (ভাউচার-সহ কোন খাতে খরচ) জমা দিতে হবে পুজো কমিটিকে। 

3/6

অনুদানের ২৫ শতাংশ ব্যয় করতে হবে পুলিস ও সামাজিকখাতে।  

4/6

বাকি অর্থাত্ ৭৫ শতাংশ টাকায় কিনতে হবে স্যানিটাইজেশন, মাস্ক ইত্যাদি। রাখতে হবে রসিদ।

5/6

পুজো কমিটিগুলি যাতে অন্যত্র খরচ না করে, সে জন্য ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। তাদের জানিয়ে দিতে হবে, কোন খাতে কত টাকা খরচ করা যাবে। এর পাশাপাশি খরচের ভাউচারও রাখতে হবে। 

6/6

প্রসঙ্গত, চলতি বছর পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন সিটু নেতা সৌরভ দত্ত।