ছবি: কলকাতায় পুজোর থিমে পরিযায়ী শ্রমিকদের 'মসিহা' সোনু সুদ

Oct 22, 2020, 17:59 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের সহযোগিতায় এগিয়ে এলেন সোনু সুদ। কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পুজোয় অভিনব থিম। 

2/5

বাড়িতে জায়গা নেই। পুরুলিয়ায় গাছেই মাচা বেঁধে নিভৃতবাস করেছেন পরিযায়ী শ্রমিকরা। সেই ছবিও পুজোমণ্ডপে। 

3/5

পথ চলার ক্লান্তিতে রেল লাইনে শুয়ে পড়েছেন শ্রমিকরা। তাঁদের উপর দিয়েই চলে গেল ট্রেন। মহরাষ্ট্রের দুর্ঘটনাও ঠাঁই পেয়েছে থিমপুজোয়। 

4/5

পুরুলিয়ায় ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে অসুস্থ বাবাকে ঘরে আনছে মেয়ে।

5/5

স্যুটকেসে ঘুমিয়ে পড়েছে সন্তান। আগরার শ্রমিক মায়ের দুর্দশার ছবি উঠে এসেছে থিমে।