1/9
জাড়া জমিদার
2/9
রামমোহন-বিদ্যাসাগর সঙ্গপূত রায় পরিবার
রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন জাড়া জমিদার রাজীবলোচন রায়। তাই জাড়া গ্রামে যাতায়াত ছিল রামমোহনের। জাড়া জমিদার বাড়ির সঙ্গে সখ্য ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও। জমিদার পরিবারের আমন্ত্রণে জাড়া স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর। সেই সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেওছিলেন বিদ্যাসাগর, এমনই দাবি বর্তমান জাড়া জমিদার বাড়ির পরিবারের সদস্যদের।
photos
TRENDING NOW
3/9
উত্তম-যোগ
আবার এই জাড়া জমিদার বাড়িতেই মহানায়ক উত্তমকুমার তাঁর 'অ্যান্টনি ফিরিঙ্গি' ছবির শুটিং করেছিলেন। 'অ্যান্টনি ফিরিঙ্গি'তে একটি গান ছিল-- 'কী করে বললি জগা জাড়ার গোলক বৃন্দাবন, যেখানে বামুন রাজা চাষি প্রজা, চারিদিকে তার বাঁশের বন।' জাড়ার জমিদার বাড়িতেও কবিগানের আসর বসত। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন। এই গানই পরে 'অ্যান্টনি ফিরিঙ্গি' ছবিতেও তুলে ধরা হল।
4/9
নিত্যপুজো
5/9
প্রতিষ্ঠা
6/9
ঐতিহ্যের ছোঁয়া
7/9
ঠাকুরদালান
8/9
একচালা
বাইরে থেকে প্রতিমা আনা হয় না। জমিদার বাড়ির দালানবাড়িতেই বংশপরম্পরার মৃৎশিল্পীদের দিয়ে একই ধরনে প্রতিমা তৈরি করানো হয়। বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গা পুজো হওয়ায় কোনও বলি হয় না। আগে রুপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান করোনা হত। এখন নবপত্রিকা শোভাযাত্রা করেই নিয়ে যাওয়া হয়। পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে বিসর্জনের দেন গ্রামের পুকুরেই। পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না হয়, নাড়ু তৈরি হয়। এ কাজে অগ্রাধিকার পরিবারের মহিলাদেরই।
9/9
স্মৃতি
photos