1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘সে আর লালন একখানে রয়, (তবু) লক্ষ যোজন ফাঁক রে’, সেই কবে লালন ফকির এ কথা জগৎবাসীকে বলে গিয়েছেন। আজও মানুষ তা বুঝে উঠতে পারেনি। বিশেষ করে এই যন্ত্র বিজ্ঞানের যুগে সবাই বড্ড ব্যস্ত। কিন্তু নিজেকে নিয়ে কেউ ব্যস্ত নয়। যান্ত্রিকতার মিথ্যা মোড়কে মানুষ, মানুষ হতেই যেন ভুলে গিয়েছে। আর এই ভাবনাকে কেন্দ্র করেই দমদম পার্ক ভারত চক্রের এবছরের থিম, ‘অন্তর্লিন’।
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে‘। ভুপেন হাজারিকার এই কথাগুলি আমরা ক’জনই বা মেনে চলতে পারি! করোনা ভাইরাসের দরুন আমরা এক নতুন জগতের পরিচয় পেয়েছি। এই জগৎটি এতকাল মানুষের মধ্যে সুপ্ত ছিলই। অতিমারী শুধুমাত্র তার প্রকাশ ঘটিয়েছে। তেমনই দমদম পার্ক ভারত চক্রের পুজো মানুষকে তাদের ‘অহম’-এর কথা তুলে ধরার প্রচেষ্টা করেছে। ছবি: অয়ন ঘোষাল
photos