J P Nadda: অসুর বিনাশে মা দুর্গার কাছে শক্তি প্রার্থনা! কলকাতার রামমন্দিরে দাঁড়িয়ে বললেন নাড্ডা

Sat, 21 Oct 2023-2:51 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহের পর এবার নাড্ডা। বাংলার শারদ উৎসবে সামিল হতে বঙ্গে ফের এক হেভিওয়েট সর্বভারতীয় বিজেপি নেতা।

মহাসপ্তমীতে কলকাতায় এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিমানবন্দরে তাঁকে উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবকে দিয়ে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

 

নাড্ডার হাতে দুর্গা প্রতিমার একটি ছবি তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বেশ কিছু পুজোর উদ্বোধন করেন নাড্ডা।

হাওড়ার বেলিয়াস রোডের একটি পুজোর উদ্বোধন করেন। তারপর নিউ মার্কেট সার্বজনীন পুজোতেও অংশ নেন। 

এরপর পৌঁছন সন্তোষ মিত্র স্কয়্যারে। সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কয়্যারের পুজো মণ্ডপ গড়ে উঠেছে রামমন্দিরের আদলে। 

সন্তোষ মিত্র স্কয়্যারে দাঁড়িয়ে নাড্ডা বলেন,'অযোধ্যার রামমন্দির উঠে এসেছে কলকাতায়।'

একইসঙ্গে পরিবারবাদ ও দুর্নীতির প্রশ্ন তুলে তোপ দাগেন রাজ্যের তৃণমূল সরকারকে। নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।

বলেন, "অসুর শক্তিকে বিনাশ করতে মা দুর্গা আমাদের শক্তি দিন। এটাই প্রার্থনা করেছি আমি। সবকা সাথ, সবকা বিকাশ। সবাইকে একসঙ্গে নিয়েই হবে উন্নয়ন। অসুর শক্তির বিনাশ ঘটুক। শুভ শক্তির সাথে দেশ এগিয়ে চলুক।"  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link