Kolkata Mtero: এক টিকিটেই ১২ ঘণ্টা, পুজোয় মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুবিধা...

Durga Puja 2024: । এই টিকিটে কলকাতা মেট্রোর যে কোনও লাইনে যাত্রা করা যাবে। তবে আগামীদিনে একাধিক টিকিট কাটার সুবিধা আনা হবে বলে জানানো হয়েছে। 

Sep 11, 2024, 14:46 PM IST
1/6

কলকাতা মেট্রো

East-West Metro

তথাগত চক্রবর্তী: পুজোর আগে ভিড় সামলাতে অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সুবিধা চালু করল কলকাতা মেট্রো। একবার টিকিট কাটলে ১২ ঘন্টা ভ্যালিডিটি থাকবে। এই অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করা থাকলে পরিবারের সদস্যদের জন্যও টিকিট কাটা যাবে।   

2/6

কলকাতা মেট্রো

East-West Metro

হোয়্যাটস অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে টিকিটের QR কোড। তবে একবারে একটি মাত্র টিকিটই কাটা যাবে। এই টিকিটে কলকাতা মেট্রোর যে কোনও লাইনে যাত্রা করা যাবে। তবে আগামীদিনে একাধিক টিকিট কাটার সুবিধা আনা হবে বলে জানানো হয়েছে। 

3/6

কলকাতা মেট্রো

East-West Metro

প্লে স্টোর থেকে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রথমবার ব্যবহারের ক্ষেত্রে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। 

4/6

কলকাতা মেট্রো

East-West Metro

এরপরই হোম পেজের বুক টিকিট অপশনে গিয়ে সোর্স ষ্টেশন ও ডেস্টিনেশন ষ্টেশন সিলেক্ট করে বুক টিকিট অপশন ক্লিক করতে হবে। 

5/6

কলকাতা মেট্রো

East-West Metro

তারপর UPI, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যাবে। পেমেন্ট হলেই পাওয়া যাবে QR কোড। যা ১২ ঘন্টা ভ্যালিড এবং যে কোনও মেট্রো ষ্টেশনের AFC-PC গেটে স্ক্যান করে এন্ট্রি ও এক্সিট করা যাবে।

6/6

কলকাতা মেট্রো

East-West Metro

যে কোনও জায়গা থেকে এই টিকিট কাটা যাবে। ফলে ভিড়ের সময় লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি আর নেই।