করোনা কালে চুল পড়ছে? মেখে দেখুন এই তেলগুলি

May 19, 2021, 17:25 PM IST
1/6

নারকেল তেল

নারকেল তেল

নিজস্ব প্রতিবেদন: নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই। ভিটামিন-ই ছাড়াও নারকেল তেলে রয়েছে লরিক ও কেপ্রিক অ্যাসিড যা খুস্কির সমস্যা ও মাথার ত্বকের অ্যালার্জি-সহ অন্যান্য একাধিক সমস্যা সমাধানে সাহায্য করে।  

2/6

এক্সট্রা ভার্জিন অলিভ তেল

এক্সট্রা ভার্জিন অলিভ তেল

অলিভ তেল দিয়ে মালিশ করতে পারলে চুল হবে সুন্দর, স্বাস্থ্যজ্জ্বল। যে তেল দিয়ে রান্না করেন সেই তেলই কাজে লাগাতে পারেন চুলের যত্নে।   

3/6

বেদানা তেল

বেদানা তেল

চুলের ঘনত্ব বাড়াতে বেদানা তেল অত্যন্ত কার্যকরী। বেদানা তেলে থাকা পিউসিনিক অ্যাসিড নতুন চুল গজাতে সাহায্য করে।  

4/6

রোজমেরি এসেনশিয়াল অয়েল

রোজমেরি এসেনশিয়াল অয়েল

রোজমেরি তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-বি, ক্যালসিয়াম ও আয়রন যা চুল ঘন করতে সাহায্য করে।  

5/6

অ্যাভোকাডো তেল

অ্যাভোকাডো তেল

এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ভিটামিন-এ, ডি, ই, ভিটামিন-বি-৬, অ্যামাইনো অ্যাসিড যা চুলের গোড়া ভেঙে যাওয়ার সমস্যা রুখতে সাহায্য করে। চুলের অপুষ্টিজনিত সমস্যার দ্রুত সমাধানে অ্যাভোকাডো তেল অত্যন্ত কার্যকরী!  

6/6

জোজোবা তেল

জোজোবা তেল

এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-এ, ই আর ভিটামিন-ডি যা যে কোনও ধরনের চুলের জন্যই উপকারী। প্রায় সব ন্যাচারাল শ্যাম্পুতেই থাকে জোজোবা তেল। শুধু তাই নয় রুক্ষ চুলের স্বাস্থ্য ফেরাতে আর অস্বাভাবিক চুল ঝরা রুখতে জোজোবা তেল খুবই উপকারী।