Earthquake: ধ্বংস? কেঁপে উঠল কারগিল, নড়ে উঠল লাদাখের পর্বতমালা...

Earthquake in Kargil: পৃথিবীর বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও কখনও না কখনও হয়েই চলেছে ভূকম্প। আজ, মঙ্গলবার ভারতের দুপ্রান্তে দুটি ভিন্নধর্মী ভূপ্রকৃতিতে অনুভূত হল ভূকম্প। শ্রীলঙ্কায় ও কারগিলে।

| Nov 14, 2023, 15:28 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভূমিকম্পের যেন সিরিজের মতো ঘটে চলছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় কোথাও না কোথাও কখনও না কখনও হয়েই চলেছে ভূকম্প। আজ, মঙ্গলবার ভারতের দুপ্রান্তে দুটি ভিন্নধর্মী ভূপ্রকৃতিতে অনুভূত হল ভূকম্প। 

1/7

লাদাখে

আজ, মঙ্গলবার লাদাখে অনুভূত হল ভূমিকম্প। 

2/7

কারগিলে

লাদাখে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

3/7

১টা নাগাদ

লাদাখে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ, মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিট নাগাদ।

4/7

উৎস

কারগিলের ৩১৪ কিমি উত্তর-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পের উৎস।

5/7

মহাসাগরের গর্ভে

শ্রীলঙ্কায় একটি বড় মাপের ভূমিকম্প অনুভূত হল। আজ, মঙ্গলবার ভূমিকম্পটি হয়েছে ভারত মহাসাগরের এই দ্বীপে। 

6/7

দ্বীপরাষ্ট্রে

শ্রীলঙ্কায় হয়েছে ৬.২ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পটি কলম্বো থেকে ১৩২৬ কিমি দক্ষিণ-পূর্বে ঘটেছে। 

7/7

দিল্লিতেও

মাত্র কয়েকদিন আগে দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রকৃত ভূমিকম্প হয়েছিল নেপালে। নেপালে কম্পনের মাত্রা ছিল যথেষ্ট বেশি।