ভয়ংকর ভূমিকম্প! সুনামির আশঙ্কা, জারি সতর্কতা...

Earthquake in Indonesia: এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও তার জেরে সুনামির আশঙ্কার কথা জানা গেল। যা নিয়ে রীতিমতো শঙ্কিত ওই ভৌগোলিক অঞ্চল ও সন্নিহিত এলাকা। এই ভূমিকম্পের মাত্রা ৭.১।

| Nov 08, 2023, 12:58 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ঘটে যাচ্ছে পৃথিবী জুড়ে। এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও তার জেরে সুনামির আশঙ্কার কথা জানা গেল। যা নিয়ে রীতিমতো শঙ্কিত ওই ভৌগোলিক অঞ্চল ও সন্নিহিত এলাকা। এই ভূমিকম্পের মাত্রা ৭.১। যথেষ্ট বেশি মাত্রার। এর বিধ্বংসী ক্ষমতাও তেমনই।

1/7

৭.১

এই ভূমিকম্পের মাত্রা ৭.১। যথেষ্ট বেশি মাত্রার। এর বিধ্বংসী ক্ষমতাও তেমনই। ইন্দোনেশিয়ার বান্দা সমুদ্রে এই কম্পন অনুভূত হয়। 

2/7

সুনামি

 যদিও  প্রাথমিক ভাবে সুনামি সতর্কতা জারি হয়নি। 

3/7

তানিম্বার দ্বীপে

প্রথমে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। তানিম্বার দ্বীপের সৌমলাকি আর্কিপেলাগোয় এই কম্পন অনুভূত হয়।

4/7

ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ায় অবশ্য ভূমিকম্প নতুন কিছু নয়। 

5/7

রিং অফ দ্য ফায়ার

এই অঞ্চল প্রায়ই কেঁপে ওঠে। কেননা, এর অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অফ দ্য ফায়ার-এর উপর। 

6/7

ভূকম্পপ্রবণ

এটি তীব্র ভূকম্পপ্রবণ এলাকা।

7/7

দক্ষিণ এশিয়া হয়ে

এই রেখাটা জাপান থেকে দক্ষিণ এশিয়া হয়ে প্যাসিফিক বেসিনের দিকে গিয়েছে।