ভয়ংকর ভূমিকম্প! সুনামির আশঙ্কা, জারি সতর্কতা...
এই ভূমিকম্পের মাত্রা ৭.১। যথেষ্ট বেশি মাত্রার। এর বিধ্বংসী ক্ষমতাও তেমনই। ইন্দোনেশিয়ার বান্দা সমুদ্রে এই কম্পন অনুভূত হয়।
যদিও প্রাথমিক ভাবে সুনামি সতর্কতা জারি হয়নি।
প্রথমে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। তানিম্বার দ্বীপের সৌমলাকি আর্কিপেলাগোয় এই কম্পন অনুভূত হয়।
ইন্দোনেশিয়ায় অবশ্য ভূমিকম্প নতুন কিছু নয়।
এই অঞ্চল প্রায়ই কেঁপে ওঠে। কেননা, এর অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অফ দ্য ফায়ার-এর উপর।
এটি তীব্র ভূকম্পপ্রবণ এলাকা।
এই রেখাটা জাপান থেকে দক্ষিণ এশিয়া হয়ে প্যাসিফিক বেসিনের দিকে গিয়েছে।