East Bengal | AFC Challenge League 2024-25: আট ম্যাচ পর পয়েন্ট মশালবাহিনীর, জোড়া কারণে শিরোনামে দিয়ামান্তাকোস!
Red and Gold manage a point after Eight Match Loss: আট ম্যাচ পর মশালবাহিনীর ঝুলিতে এল পয়েন্ট! এএফসি চ্যালেঞ্জ লিগে ড্র দিয়ে শুরু অস্কারের শিষ্য়দের।
1/6
আইএসএলে ইস্টবেঙ্গল
2/6
ইস্টবেঙ্গলের ফোকাস এখন এএফসি চ্যালেঞ্জ লিগে
photos
TRENDING NOW
3/6
ইস্টবেঙ্গল এফসি বনাম পারো এফসি
আইএসএলে টানা ছ'ম্যাচে হার ও সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৮ ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল, অবশেষে স্বস্তির এক পয়েন্ট এল বিদেশ থেকে। প্রবল ঠান্ডায় যুজে নেওয়া এবং এক পয়েন্ট তুলে আনার কাজই করল মশালবাহিনী। চাংলিমিথাং স্টেডিয়ামে খেলার ৫ মিনিটে মাদিহ তালালের গোলে এগিয়ে গিয়েছিল লাল-হলুদ। কিন্তু তিন মিনিটে সমতায় ফিরে আসে পারো। ইভান্স আসান্তেতেকে লাল-হলুদের ডিফেন্ডার প্রভাত লাকরাকে বক্সের মধ্য়ে ফাউল করেছিলেন। পেনাল্টিতে গোল করে স্কোরলাইন ১-১ করেন উইলিয়াম ওপোকু। পারোর এই ফুটবলার কিন্তু আবার কলকাতা লিগে ভবানীপুরে খেলে গিয়েছেন। বিরতির আগে ইভান্স আসান্তের গোলেই পারো ২-১ এগিয়ে গিয়েছিল। পিছিয়ে পড়া লাল-হলুদকে ৬৯ মিনিটে সমতায় ফেরান দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। নন্দকুমার শেখরের ক্রস থেকে ট্যাপ করে গোল করে বেরিয়ে যান দিমি। তবে ইস্টবেঙ্গল এদিন অনায়াসে জিতেই মাঠ ছাড়তে পারত, যদি না ৯১ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোলের সুবর্ণ সুযোগ দিমি না-হারাতেন। এছাড়াও একাধিক সুযোগ এসেছিল। সেগুলো কাজে লাগালেও তিন পয়েন্ট চলে আসত।
4/6
ইস্টবেঙ্গলের এএফসি সূচি
5/6
ইস্টবেঙ্গল কেন এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে?
6/6
ইস্টবেঙ্গলের ম্যাচের লাইভ স্ট্রিমিং
photos