অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তোলা হবে চাপা পড়া বোরিং মেশিন, শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ

Aug 07, 2020, 17:42 PM IST
1/5

শ্রেয়শ্রী গাঙ্গুলি: এগারো মাস আগের এক ঘটনা। গোটা কলকাতা শহরকে নাড়িয়ে দিয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর কর্মকাণ্ড। বৌবাজারে মেট্রোর সুড়ঙ্গের জন্য ধসে পড়েছিল একের পর এক বাড়ি। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মাটির নীচে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল ৯০ মিটার লম্বা একটি সুড়ঙ্গ।  

2/5

সেই সুড়ঙ্গের ভিতরেই সিমেন্টে চাপা পড়ে যায় টানেল বোরিং মেশিন। এখন ফের শুরু হয়েছে সুড়ঙ্গ তৈরির কাজ। ফলে এবার মাটির নীচে গর্ত করে তুলে আনতে হবে আস্ত সেই মেশিন। কারণ সেই পথেই তৈরি হবে সুড়ঙ্গ। মেশিন না তুলে আনলে সম্ভব নয় সুড়ঙ্গের কাজ। সেই কাজ হাসিল করতেই অষ্ট্রিয়া থেকে আনা হলো বিশেষ মেশিন।

3/5

এই মুহুর্তে নির্মাণকারী সংস্থার কাছে বড় চ্যালেঞ্জ চাপা পড়ে থাকা মেশিনটি তুলে আনা। মেশিনটি যেখানে চাপা আছে, তার চারপাশে খুঁড়তে হবে ৩৮ মিটার গভীর গর্ত। তারপর গর্তের মধ্যেই মেশিনের চারপাশে ১৩০ টি পিলার দিয়ে তৈরি করা হবে বিশেষ চৌবাচ্চা।

4/5

মেশিন তোলার কাজ শুরু হলেই পাশের মাটির দেওয়ালে ধস নেমে ফাঁকা অংশে নেমে আসতে পারে। সেখানে থেকে যাচ্ছে আবারও বিপর্যয়ের সম্ভাবনা। তাই চাপা পড়া মেশিন সরানোর কাজ শুরু হলেই ঢাল হয়ে ধস আটকে দেবে চৌবাচ্চা।  

5/5

মাটির চাপে পিলারগুলি যাতে ভেঙে না যায়। নজর দেওয়া হয়েছে সেদিকেও। তাই প্রতিটি পিলার সংযুক্ত থাকবে একে অন্যের সঙ্গে। এক-একটি চৌবাচ্চা লম্বায় হবে ৩৯ মিটার, চওড়া ১০ মিটার আর গভীরতায় ৩৮ মিটার। সম্পূর্ণ কাজ শেষে হতে আরও ৫-৬ মাসের অপেক্ষা।